🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

By Election: অ্যাই ধর ধর… চোর চোর…পালাচ্ছে ‘জাল ভোটার’কে তাড়া BJP প্রার্থীর

By Political Desk | Published: October 30, 2021, 1:41 pm
Ad Slot Below Image (728x90)

News Desk, Kolkata: হই হই কান্ড। গোলাপি জামা পরা এক যুবক দৌড়ে পালাচ্ছে। তার পিছনে দৌড়চ্ছেন খোদ প্রার্থী! তার পিছনে সংবাদ মাধ্যমের চিত্রগ্রাহকরা। অভিযোগ ওই যুবক জাল ভোটার।

খড়দহের উপনির্বাচনে সকাল থেকে পরপর ঘটনার ঘনঘটা। সেই ঘটনার একটি জাল ভোটার পাকড়াও মুহূর্ত। ঘটনাস্থল খড়দহ বিধানসভার তেঘরিয়ার শশীভূষণ বিদ্য়াপীঠ।

ভোট চলাকালীন এই বিদ্যালয়ে ঢুকে পড়া এক যুবকের সন্দেহজনক আচরণে তেড়ে গেলেন বিজেপি প্রার্থী জয় সাহা। তিনি একপ্রকার যুবককে জাপটে ধরে স্কুলের দেওয়ালে ঠেসে ধরলেন। ভোট কেন্দ্রের সামনে শুরু হল উত্তেজনা।

Kharda by election Fake voter

যুবক নিজেকে ভোটার বলে দাবি করে। তার ভোটার কার্ড দেখতে চান বিজেপি প্রার্থী। শুরু হয় বাদানুবাদ। সংবাদ মাধ্যমের প্রশ্নবাণে হতচকিত যুবক আবোল তাবোল বকতে শুরু করে। এক সময় সে দৌড়ে পালাতে যায়। পিছন পিছন দৌড়তে থাকেন বিজেপি প্রার্থী। ফের ধরা পড়ে ওই যুবক।

অভিযোগ, জাল ভোট দিতে এসেছিল যুবক। ঘটনার পর নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles