🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

প্রাথমিক শিক্ষা সংসদকে অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের

By Suparna Parui | Published: December 22, 2021, 2:18 pm
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ক্রমশই জলঘোলা হচ্ছে। আবেদনকারীদের বারংবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। যার ফলে আদালত ও আবেদনকারী দুই পক্ষকেই সমানভাবে ব্যতিব্যস্ত হতে হচ্ছে। প্রথমত চাকরির নিয়োগ এর জটিলতা এর পাশাপাশি আদালত চত্বরের ঘুরপাক যার ফলে একাধিক সমস্যা জড়িয়ে পড়তে হচ্ছে আবেদনকারীদের। এই সমস্যা সমাধানের জন্য প্রাথমিক সংসদকে বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব কলকাতা হাইকোর্টের।

 

২০১৪ এর টেট পরীক্ষার আবেদনকারীদের সুবিধার্থে প্রাথমিক শিক্ষা সংসদকে বিজ্ঞপ্তি প্রকাশ করে সংসদের অবস্থান জানানোর প্রস্তাব দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, অফলাইন নয় আপনাদের সংশোধনের বিষয়টি সংসদের ওয়েবসাইটের নোটিশ দিয়ে জানাতে‌ হবে। তাহলেই সংসদের পদক্ষেপ প্রসঙ্গে আবেদনকারীরা অবগত হবেন। যার ফলে অনেক জটিলতা কেটে যাবে। আবেদনকারীদের বারংবার আদালতের দ্বারস্থ হতে হবে না।”

 

আবেদন প্রার্থীদের সুবিধার্থে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ইতিমধ্যেই সংসদকে তাদের ওয়েবসাইটে যাবতীয় তথ্য বিজ্ঞপ্তি আকারে জানানোর প্রস্তাব দিয়েছেন এমনকি এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা সংসদ কি সিদ্ধান্ত গ্রহণ করছে তা আগামিকালই কলকাতা হাইকোর্টকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামিকাল প্রাথমিক শিক্ষা সংসদের সিদ্ধান্তের ওপর ২০১৪ এর টেট পরীক্ষা সংক্রান্ত জটিলতার সমাধান নির্ভর করছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles