🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Sky War: যুদ্ধের লক্ষ্যে তাইওয়ান সীমান্তে পরপর যুদ্ধ বিমান নামাচ্ছে চিন

By Sports Desk | Published: October 8, 2021, 1:31 pm
China’s new fighter jet deployed near Taiwan
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: হামলার জন্য নাকি নিছক ভয় ছড়ানো এমনই কৌশলগত অবস্থান থেকে একের পর এক যুদ্ধ বিমান নিজেদের সীমান্ত চেক পোস্টের কাছে নামিয়ে যাচ্ছে চিন (china)। উল্টোদিকে তাইওয়ানে (taiwan) তীব্র উত্তেজনা। সম্প্রতি তাইওয়ানের তরফে জানানো হয়, চিন যুদ্ধের (sky war) প্রস্তুতি নিতে চলেছে।

উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে, তাইওয়ানের কাছে চিন বিরাট বিমান বহর মোতায়েন করেছে। J-16D যুদ্ধ বিমান অবতরণ করেছে। এই ছবি কীসের, কেন সীমান্তের কাছে যুদ্ধ বিমান (Chinese airforce) নামাচ্ছে চিন সরকার? দুটি প্রশ্নের কোনও উত্তর দেয়নি বেজিং। তবে তাইওয়ান সরকার জানিয়েছে, ক্রমাগত আকাশ সীমা লঙ্ঘন করছে চিনা বিমান বাহিনী।

Satellite image of J-16D fighter jet at Xiangtang airbase

সম্প্রতি পরপর চিনা বিমান বাহিনী তাইওয়ানের আকাশে ঢুকে পড়ে। তাদের সঙ্গে আকাশেই মুখোমুখি হয় তাইওয়ান বিমান বাহিনীর। এর জেরে পূর্ব এশিয়ার আকাশে যুদ্ধের মেঘ ছড়াতে শুরু করে।

তাইওয়ানকে নিজেদের অংশ বলে মনে করে চিন। আর তাইওয়ান দাবি তরে তারা স্বাধীন। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, তাইওয়ান দ্রুত নিজেদের স্বাধীনতা আনুষ্ঠানিক ঘোষণা করবে। তাই চিন উদ্বিগ্ন। ভয় ধরাতেই এমন করছে চিন সরকার।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles