🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

করোনা কাঁপুনিতে লাগাম টানতে বামরাজ্যে সপ্তাহান্তে লকডাউন

By Kolkata24x7 Desk | Published: July 29, 2021, 2:32 pm
Complete lockdown in Kerala today and tomorrow
Ad Slot Below Image (728x90)

তিরুঅনন্তপুরম: করোনা কাঁপুনি ধরাচ্ছে কেরলে।দক্ষিণের এই রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকারও।কেরলের সংক্রমণ পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে কেন্দ্রের তরফে। সংক্রমণ মোকাবিলায় সপ্তাহ শেষে শনি ও রবিবার কেরল জুড়ে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত পিনারাই বিজয়ন সরকারের।

করোনা বিপদজনক আকার নিয়েছে কেরলে। সংক্রমণের বিদ্যুৎ গতি থামাতে দিশেহারা কেরল সরকার ।গত ২৪ ঘন্টায় কেরলে ২২ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। কেরলের সাম্প্রতিক সংক্রমণ পরিস্থিতি নিয়ে ঘোর উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ।দক্ষিণের এই রাজ্যের সংক্রমণ পরিস্থিতি খতিয়ে দেখতে ছয় সদস্যের প্রতিনিধি দল পাঠানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ।বৃহস্পতিবার সকালে টুইটে এই তথ্য দিয়েছেন তিনি। করোনা মোকাবিলায় পিনারাই বিজয়নের সরকার ঠিক কী কী ব্যবস্থা নিচ্ছে তা খতিয়ে দেখে এসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন ওই প্রতিনিধি দলের সদস্যরা।

দেশের মধ্যে কেরলের সংক্রমণ পরিস্থিতি এখন সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের কাছে । এদিকে, দেশের করোনা-গ্রাফ প্রতিদিন ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হলেন ৪৩ হাজার ৫০৯ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৬৪০ জনের।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles