🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Covid 19: কোভ্যাকসিনকে অস্ট্রেলিয়ার স্বীকৃতি

By Sports Desk | Published: November 1, 2021, 5:30 pm
Covaxin
Ad Slot Below Image (728x90)

News Desk, New Delhi: শেষ পর্যন্ত কোভ্যাকসিনকে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া। সোমবার অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, ১২ বছর বা তার বেশি বয়সিরা যদি কোভ্যাকসিন টিকা নিয়ে থাকেন তাহলে তারা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন।

করোনাজনিত পরিস্থিতিতে গত দেড় বছর ধরে বিদেশি পর্যটকদের আসা-যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া সরকার। এবার সেই কড়াকড়ি অনেকটাই শিথিল করা হল।

অস্ট্রেলিয়ায় সরকার এদিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার থেকে কোনও অস্ট্রেলিয় নাগরিক বিদেশ থেকে ফিরলে তাঁকে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। কোভ্যাকসিনকে স্বীকৃতি দেওয়া ভারতের পক্ষে উল্লেখ্যযোগ্য খবর বলা যায়। ভারত ইতিমধ্যেই প্রতিবেশি বহু দেশকে কোভ্যাকসিন পাঠিয়েছে। তাই যে সমস্ত দেশের নাগরিকরা কোভ্যাকসিন নিয়েছেন তাঁদেরও অস্ট্রেলিয়ায় প্রবেশের ক্ষেত্রে আর কোনও সমস্যা হবে না। অস্ট্রেলিয়ার সরকারের এই সিদ্ধান্তে বহু বিদেশি ছাত্র, দক্ষ কর্মী ও পর্যটক সেদেশে যেতে পারবেন।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কোভ্যাকসিনকে স্বীকৃতি না দিলেও চলতি সপ্তাহেই এই স্বীকৃতি মিলতে পারে বলে খবর। ইতিমধ্যেই ভ্যাকসিন নির্মাতা সংস্থা ভারত বায়োটেক হুকে তাদের যাবতীয় প্রশ্নের উত্তর জানিয়েছে। সব ধরনের নথিপত্রও পেশ করেছে।

হুর সহকারী ডিরেক্টর জেনারেল মারিয়ানগেলা সিমা জানিয়েছেন, ভারত বায়োটেকের কাছ থেকে তাঁরা সমস্ত তথ্য পেয়েছেন। এই সমস্ত তথ্য তাঁরা খতিয়ে দেখছেন। যদি তাদের সব প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে যায় তবে খুব শীঘ্রই তাঁরা কোভ্যাকসিনকে স্বীকৃতি দেবেন। হুর স্বীকৃতি মিলে কোভ্যাকসিনের চাহিদা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles