Covid Bulletin: দেশে মোট ওমিক্রন সংক্রমিত ৬৫৩, সর্বাধিক আক্রান্ত মহারাষ্ট্রে
Ad Slot Below Image (728x90)
News Desk: দেশের করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের উপরে থাকলেও কমে এল দৈনিক মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯৩ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৪৫০ জন। এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ। দেশে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ৭৫ হাজার ৮৪১।
অন্যদিকে, ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৫৩ পার করেছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলেছে, ১৬৭। দিল্লিতে ১৬৫, কেরলে ৫৭, তেলেঙ্গানায় ৫৫ এবং গুজরাটে ৪৯।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা টিকাকরণের সংখ্যা ৭২ লক্ষ ৮৭ হাজার ৫৪৭। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৪২ কোটি ৪৬ লক্ষ ৮১ হাজার ৭৩৬।
[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

