🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Cyclone Gulab Live Updates: ৯৫-১০০ কিমি গতি নিয়ে গুলাব ঢুকছে রাতেই

By Business Desk | Published: September 26, 2021, 8:47 pm
Cyclone Gulab
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: পশ্চিম- মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব (Cyclone Gulab) অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম উপকূলের দিকে তীব্র গতিতে আসছে। উপকূলের মাটি ছোঁয়ার সময় এই ঘূর্নিঝড়ের গতিবেগ ঘন্টায় ৯৫ কিমি থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হওয়ার আশঙ্কা। অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের উপরেই আছড়ে পড়বে গুলাব।

পিআইবি জানাচ্ছে, এই ঝড় ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার বেগে ওডিশার গোপালপুর ও অন্ধ্রের কলিঙ্গপত্তনমের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে। সেই সময় ঝড়ের গতি ৯৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

গুলাবের প্রত্যক্ষ প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে না পড়লেও উপকূল এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় উপ মহানির্দেশক ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৮ তারিখ মঙ্গলবার কলকাতা, সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় গুলাবের প্রভাবে বঙ্গোপসাগর উপকূলের ওডিশা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির সঙ্গে দুর্যোগ মোকাবিলার বিষয়ে কথা বলেন। কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেন। পিআইবি জানাচ্ছে, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখেছেন।

অন্যদিকে গুলাব ঝড়ের দাপটে বঙ্গোপসাগর উত্তাল। সাগরের বাংলাদেশ উপকূলে জারি হয়েছে সতর্কতা। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানাচ্ছে, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় বিশেষ নজরদারি চলছে। চট্টগ্রাম বিভাগেও সতর্কতা আছে। তবে গুলাব ঘূর্ণিঝড়ের মুখ ভারতীয় উপকূলের দিকে থাকায় বাংলাদেশের উপকূল এলাকায় তেমন বিপদ নেই।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles