🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Uttarakhand: দুর্যোগে হিমালয়ে মৃত ১০ পর্বতারোহী, আরও মৃত্যু বাড়ছে

By Sports Desk | Published: October 21, 2021, 7:06 pm
death toll rises in Uttarakhand Himalayan disaster
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: দুর্যোগ কমে আসছে। কিন্তু বাড়ছে মৃতের সংখ্যা। উত্তরাখন্ডে (Uttarakhand) পর্বতারোহনে গিয়ে নিখোঁজ ছিলেন বহু পর্বতারোহী। তাদের অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আরও তিন জন কুলি বা পোর্টার মৃত। এখনও কয়েকজন নিখোঁজ।

ইন্দো টিবেটান বর্ডার পুলিশের হয়ে কাজ করতেন এই কুলিরা। দুর্যোগের সময় তারা বিচ্ছিন্ন হন। কয়েকজন ফিরেছেন। তাদের কাছেই জানা গিয়েছে পরিস্থিতির ভয়াবহতা।

উত্তরকাশী জেলা প্রশাসনিক কর্তারা জানান, বায়ুসেনার বিশেষ বিমানে মৃত পর্বতারোহীদের দেহ নামিয়ে আনার চেষ্টা চলছে। প্রাকৃতিক দুর্যোগে বহু পার্বত্য গ্রাম বিচ্ছিন্ন ও ধংস হয়েছে বলেই আশঙ্কা।

পশ্চিমবঙ্গের পর্বতারোহীরা নিখোঁজ :
এদিকে হিমাচল প্রদেশে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন ১১ জন পর্যটক। যার মধ্যে ৭ জন বাঙালি। তাঁদের পরিবার ও আত্মীয়রা উদ্বেগে।

নিখোঁজ হওয়া এই ১১ জন পর্যটক প্রত্যেকেই চলতি মাসের ১১ তারিখে উত্তরাখণ্ডের হর্ষিল থেকে রওনা দিয়েছিলেন। ১৯ অক্টোবর তাঁদের হিমাচল প্রদেশের ছিটকুলে পৌঁছানোর কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে পৌছতে পারেননি।

এই মুহূর্তে কোথায় আছেন এই পর্বতারোহীরা তাও জানা যাচ্ছে না। আয়োজকরা ইতিমধ্যেই উত্তরকাশী জেলা বিপর্যয় মোকাবিলা দফতরকে বিষয়টি জানিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ট্রেকিং টিমের সকল সদস্যকে খোঁজার কাজ শুরু করেছে আইটিবিপি জওয়ানরা।ো

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles