🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Dengue: করোনা আবহে ৯ রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু

By Sports Desk | Published: November 3, 2021, 4:58 pm
Dengue is spreading panic
Ad Slot Below Image (728x90)

News Desk: করোনার প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ ছড়াতে শুরু করেছে। দেশের বেশ কয়েকটি রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে ৯ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষজ্ঞ দল পাঠাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

কেরল, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড, তামিলনাড়ু , দিল্লি, এবং জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। এই রাজ্যগুলিতে বিগত কয়েকদিন ধরে ডেঙ্গু মহামারির আকার ধারণ করেছে। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যথেষ্টই উদ্বিগ্ন। কেন্দ্রের এই বিশেষজ্ঞ দল বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার স্বাস্থ্য দফতরকে ডেঙ্গু দমনের বিষয়ে উপযুক্ত পরামর্শ দেবে। সংক্রমিত এলাকাগুলির মানুষের স্বাস্থ্য পরীক্ষার কাজও করবে এই দল। কী কারণে বিভিন্ন রাজ্যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তাও খতিয়ে দেখতে বলা হয়েছে এই প্রতিনিধি দলকে।

করোনার কারণে বছর দেড়েক ধরে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকনগুনিয়ার মতো বিভিন্ন অসুখ কিছুটা পিছনের সারিতে চলে গিয়েছিল। কিন্তু সম্প্রতি রাজধানী দিল্লি, হরিয়ানা, রাজস্থান-সহ বেশ কিছু রাজ্যে ডেঙ্গুর প্রভাব যথেষ্টই বাড়ায় বিষয়টি সামনে এসেছে।

তবে শুধু ডেঙ্গু নয়, তার দোসর হয়েছে ম্যালেরিয়া, চিকনগুনিয়ার মত রোগও। পাশাপাশি আতঙ্ক ছড়াচ্ছে জিকা ভাইরাস। কেন্দ্রের পর্যবেক্ষণ, এই সমস্ত রোগগুলি মশাবাহিত। কী কারণে মশাবাহিত রোগের প্রভাব ক্রমশ বাড়ছে তা খতিয়ে দেখতে চাইছে ওই কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল।

ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার ডেঙ্গু এবং জিকা ভাইরাস দমনের জন্য একটি আলাদা বিশেষজ্ঞ দল গঠন করেছে। যোগী সরকারের ওই বিশেষজ্ঞ দলটি ইতিমধ্যেই বিভিন্ন আক্রান্ত এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে। একইসঙ্গে কেন্দ্র ও রাজ্যের তরফে প্রত্যেকটি মানুষকে ডেঙ্গু সম্পর্কে সচেতন করার কাজও চলছে। বিশেষ করে মশা যাতে বংশ বৃদ্ধি করতে না পারে তার জন্য প্রতিটি পরিবারকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles