🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Dilip-Mamata: ‘যার যেমন রুচি, সে তেমন কথা বলে’, দিলীপের নিশানায় মমতা

By Entertainment Desk | Published: December 15, 2021, 10:19 am
Dilip-Mamata
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: মঙ্গলবার পানাজির(Panaji) এক সভামঞ্চে উঠে চণ্ডীর বেশ কয়েকটি শ্লোক পাঠ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেইসঙ্গে তিনি দাবি করেন, গোটা চণ্ডীই নাকি তাঁর মুখস্ত। তিনি নিয়মিত চণ্ডীপাঠ করেন। আর কেউ কেউ শুধুমাত্র ভোট এলেই গঙ্গায় ডুব দেন। সরাসরি প্রধানমন্ত্রীর নাম না করে তিনি বলেন, কেউ কেউ ভোট এলেই গঙ্গায় ডুব দেয়। উত্তরাখণ্ডের মন্দিরে গিয়ে পূজা-অর্চনা করেন। ঘটা করে যে গঙ্গায় এত আরতি করেন সেই গঙ্গাতেই করোনায় মৃতদের দেহ ভাসিয়ে দেয়। এরাই গঙ্গাকে অপবিত্র করে।

মমতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বুধবার ভোরে ইকো পার্কে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসকদলকে প্রবল আক্রমণের মুখে ফেলেন দিলীপ ঘোষ। মমতাকে সরাসরি আক্রমণ করে দিলীপ বলেন, ‘পচা গঙ্গার ধারে যে থাকে সে গঙ্গার গুরুত্ব কি বুঝবে? যার যেমন রুচি, সে তেমন কথা বলে।’ দিলীপ ঘোষ আরও দাবি করেন, মোদী করোনাকালে দেশের ত্রাতা। দেশবাসীকে তিনি খাদ্য দিয়েছেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই করেননি। এছাড়াও সরকারি কর্মচারিদের এক লক্ষ করে টাকা দেবেন বললেও এখনো দেননি সেই টাকা।  

বিরোধী জোটের ইস্যুতে দিলীপ ঘোষ সরাসরি জানিয়েছেন, এই জোট রইল কি গেল তাতে তাদের কিছু যায় আসে না। দেশের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সনিয়া গান্ধীর কোনও গুরুত্ব নেই। 

প্রসঙ্গত, মঙ্গলবার থেকে সিঙ্গুরে বিজেপির কিষান আন্দোলন শুরু হয়েছে। শুরুতে ৭২ ঘণ্টার এই আন্দোলনে মঞ্চ বাঁধার অনুমতি নিয়ে জলঘলা হলেও পরে শর্তসাপেক্ষে হুগলি জেলার পুলিশ অনুমতি দেয়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘সিঙ্গুরের মানুষ গত গত নির্বাচনেই তৃণমূলকে জবাব দিয়েছেন। মানুষ তৃণমূলের ভাঁওতাবাজি ধরে ফেলেছেন। এই রাজ্যে আগেই ভোটের নামে প্রহসন হয়েছে ও মানুষকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়নি। কেন্দ্রীয় বাহিনী এলে ভোট অবাধ হতে পারত।’

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles