🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

প্রেম করার আগে জানুন, এই চার রাশির জন্য অশুভ কারা

By Entertainment Desk | Published: December 7, 2021, 12:50 am
Love-your-partner
Ad Slot Below Image (728x90)

কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। আমরা সকলেই জানি আমাদের জীবনে কমবেশি রাশিফলের প্রভাব রয়েছে। তবে অনেকেই তা বিশ্বাস করে না। আবার অনেকে মুখে বলে, যে না আমি এই সব মানি না, কিন্তু আবার দেখা যায় তারাই আজকের রাশিফলে কি লেখা আছে তা দেখেই তাদের দিন শুরু করেন।

আপনারা একে অপরকে নিশ্চয়ই খুব ভালোবাসেন। তা-ও কেন এতো অশান্তি চলছে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এ সবই নাকি গ্রহের খেলা। শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার প্রেমিক বা প্রেমিকার রাশিফলের ওপর আপনার জীবনের সুখশান্তি অনেকাংশে নির্ভর করে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির সঙ্গে কোন রাশির মিল একেবারে অশুভ।

মেষ রাশি – মেষ রাশির জাতক জাতিকাদের সব সময় কর্কট এবং মিন রাশির জাতক জাতিকাদের এড়িয়ে চলা উচিৎ। এতে প্রেম বিছেদ হবার সম্ভাবনা প্রবল। ভালোবাসার পরিনতি অর্থাৎ বিয়ের জন্য মেষের জাতক জাতিকাদের অবশ্যই তুলা, কুম্ভ বা মিথুন রাশির জাতক জাতিকাদের বেছে নেওয়া উচিৎ। তাহলেই প্রেম হবে সার্থক এবং দাম্পত্য জীবনও মধুময় হবে।

বৃষ রাশি – মেষ, সিংহ বা ধনু রাশির জাতক জাতিকারা বৃষ রাশির পক্ষে একেবারে সুখকর নয়। বৃষের সাথে এই রাশির জাতক জাতিকাদের সম্পর্ক তৈরি হলে এদের প্রেমের পরিনতি অশুভ হয়। তবে কর্কট, বৃশিক ও মিন রাশির জাতক জাতিকারা এদের জন্য উত্তম।

মিথুন রাশি – মিথুন রাশির বেক্তিরা ভালবাসতে পারে। এদের জন্য সবচে সুখকর রাশি হল ধনু, মেষ, ও সিংহ। তবে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই কন্যা, বৃষ ও মকর এই রাশিদেরকে এড়িয়ে চলুন।
কর্কট রাশি – কর্কট রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল হয়। যে কারনে এদের জন্য সঠিক রাশি মীন এবং বিশিক। এড়িয়ে চলুন মেষ ও তুলা রাশি।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles