🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

DRDO: অত্যাধুনিক পিনাকা রকেটের সফল পরীক্ষা করল ডিআরডিও

By Kolkata24x7 Desk | Published: December 11, 2021, 8:52 pm
Pinaka rocket luncher system
Ad Slot Below Image (728x90)

News Desk:  রাজস্থানের পোখরানে অত্যাধুনিক পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের (Pinaka rocket luncher system) পরীক্ষা সফল হল। ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও (DRDO) তিন দিন ধরে পোখরানে (Pokhran) এই পরীক্ষা চালায়। এই রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা সফল হওয়ায় নিশ্চিতভাবেই বলা যায়, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা (Defence system) আরও শক্তিশালী (Strengthen) হল।

শনিবার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিআরডিও এবং ভারতীয় সেনা যৌথভাব পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের মূল্যায়ন ও পরীক্ষা করেছে। পিনাকা রকেট লঞ্চার সিস্টেমে নানা পরিবর্তন করে তার একটি নতুন সংস্করণ তৈরি করা হয়েছে। নতুন সংস্করণটির পরীক্ষাও অত্যন্ত সফল হয়েছে। বিভিন্ন দূরত্বে এই রকেটগুলি উৎক্ষেপণ করা হয়েছে এবং সেই উৎক্ষেপণ শেষপর্যন্ত সফল হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, পরিসীমা বৃদ্ধি করার পর পিনাকা রকেটগুলি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়। নতুন করে এই রকেট লঞ্চার সিস্টেমগুলির কার্যক্ষমতা অনেকটাই বাড়ানো হয়েছে। পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের কিছু পরিবর্তন ও আধুনিকীকরণের পর সেগুলি কতটা সফলভাবে কাজ করছে তা জানতেই তিন দিন ধরে এই পরীক্ষা চালানো হয়।

উল্লেখ্য, বিগত ১০ বছর ধরে সেনাবাহিনী পিনাকা রকেট লঞ্চার সিস্টেম ব্যবহার করে আসছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে এই রকেটের আধুনিকীকরণের প্রয়োজন হয়ে পড়েছিল। তাই ডিআরডিওর বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা পিনাকা রকেটে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছিলেন। বর্তমান পিনাকা রকেটগুলি মাত্র ৪৫ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। কিন্তু নতুন ও অত্যাধুনিক সংস্করণটি ৭০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে। পিনাকার এই নতুন সংস্করণটি যে কোনও আবহাওয়াতেই ব্যবহার করা যাবে। এই লঞ্চার সিস্টেম থেকে ৪২ সেকেন্ডে ৭২ টি রকেট নিক্ষেপ করা যাবে।

ডিআরডিওর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই রকেট যে শুধু শত্রু ঘাঁটিতে আক্রমণ চালাতে পারবে তা নয়। এর মাধ্যমে বিভিন্ন গাড়ির উপরেও হামলা করা যাবে। এমনিতেই পিনাকাকে সেনাবাহিনীর অন্যতম শক্তি হিসেবেই গণ্য করা হয়। এখন তার শক্তি ও ক্ষমতা বাড়ায় সেনাবাহিনীর ক্ষমতা যে আরও বাড়ল এ ব্যাপারে কোন সন্দেহ রইল না।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles