🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Saudi Arabia: বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা আরবের বিমানবন্দরে, জখম অনেকে

By Sports Desk | Published: October 9, 2021, 10:34 am
drone attack on saudi Arabian airport
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: পরপর বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা হয়েছে সৌদি আরবের বিমান বন্দরে। পরপর বিস্ফোরণের শব্দে কেঁপেছেন সবাই। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, সৌদি আরবের জিজান শহরের বিমানবন্দরে দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা হয়।

আলজাজিরা জানাচ্ছে, এই নাশকতায় তিন ১০ জন জখম হয়েছেন। শুক্রবার রাতে এবং শনিবার ভোরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

সৌদি প্রেস এজেন্সি (SPA) জানিয়েছে, বিস্ফোরক বোঝাই ড্রোন হামলায় জখমদের তালিকায় আছেন তিন বাংলাদেশি। তারা ওই বিমানবন্দরের কর্মী। বাকিদের মধ্যে ছয় জন সৌদি আরবের নাগরিক।এক জন সুদানি। তবে বিমানবন্দর থেকে উড়ান অব্যাহত।

drone attack

বিবিসির খবর, কোনও গোষ্ঠী বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেনি। তবে, সৌদি আরবের সন্দেহ ইরানের মদতপুষ্ট ইয়েমেনে ক্ষমতা দখলকারী হুতি গোষ্ঠী প্রায়ই সৌদি আরবের উপর ড্রোন হামলা চালিয়ে থাকে। সন্দেহের আরও কারণ, জিজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দটি ইয়েমেন সীমান্তবর্তী।

ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি আরব নেতৃত্বে আরব জোট সেই ২০১৫ সাল থেকে সেনা অভিযান করছে। ইয়েমেনের অপসারিত প্রেসিডেন্ট মনসুর হাদিকে পুনরায় ক্ষমতায় বসাতে মরিয়া আরব জোট ও মার্কিন যুক্তরাষ্ট্র। আর ইয়েমেনের ক্ষমতা দখলকালী হুতি গোষ্ঠীর পক্ষ নিয়েছে ইরান সরকার।

দু’তরফের সংঘর্ষ চললেও ইয়েমেনে তেমন কিছু করতে পারছেনা সৌদি আরব নেতৃত্বে চলা জোট সেনা। সংঘর্ষের জেরে মুসলিম বিশ্ব একেবারে বিভক্ত। সৌদি আরব নেতৃত্বে সুন্নিপন্থী দেশগুলির প্রতিপক্ষ শিয়া গোষ্ঠীর ইরান।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles