🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Meghalaya: মেঘের দেশে ‘কংগ্রেসের শেষের কবিতা’ লিখলেন তৃণমূল নেত্রী মমতা

By Kolkata24x7 Desk | Published: November 25, 2021, 12:18 am
mukul Sanga join TMC
Ad Slot Below Image (728x90)

News Desk: পশ্চিমবঙ্গ শাসনের বাইরে অন্য রাজ্যে প্রথম বড়সড় সাফল্যের মুখ মেঘালয়েই (Meghalya) দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Manata Banerjee)। উত্তর পূর্ব ভারতের মেঘালয়ের বিরোধী দল হয়ে গেল তৃণমূল কংগ্রেস (TMC)।

এই রাজ্যের বিরোধী দল কংগ্রেসের (INC) বিধায়করা প্রায় পুরোটাই তৃণমূলে সামিল হয়ে গেলেন। এনডিটিভি জানাচ্ছে, বিরোধী দলনেতা মুকুল সাংমা ১২ জন বিধায়ক নিয়ে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

বিভিন্ন সূত্রে খবর নিয়ে ekolkata24 আগেই জানিয়েছিল টিএমসি মেঘালয়ে বিরোধী দল হতে চলেছে। পড়ুন সেই খবরটি। Meghalya: কংগ্রেস ভেঙে বিরোধী দলের মর্যাদা পেতে মরিয়া মমতা

মেঘালয় প্রদেশ কংগ্রেস ভবনের নাম কি পাল্টে যাবে? এও প্রশ্ন উঠতে শুরু করল। কারণ এর আগে ত্রিপুরায় কংগ্রেস ত্যাগ করে টিএমসিতে এসেছিলেন বিধায়করা। সে রাজ্যে তখন বাম সরকার। আর বিরোধী আসনে শূন্য হয়েছিল কংগ্রেস। সেই বিধায়কদের নিয়ে ত্রিপুরায় বিরোধী দল হয়েছিল টিএমসি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের বোর্ড মুছে দেওয়া হয়। পরে সেই টিএমসি বিধায়করা বিজেপিতে চলে যান। ত্রিপুরায় বিজেপি সরকার গড়ে। বিরোধী হয় সিপিআইএম। আর টিএমসি বিলীন হয়ে যায়।

মেঘালয়ের পরিস্থিতি:
২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল সাংমা। কংগ্রেস ছেড়ে দিলেও তিনি এখন বিরোধী দলনেতা। রাজ্যের ক্ষমতায় আছে এনপিপি (NPP)। মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সরকারের শরিক দল বিজেপি।

এক নজরে মেঘালয় বিধানসভার অংক
মোট সদস্য সংখ্যা ৬০
সরকার পক্ষে আছেন ৪০ জন
এনপিপি ২২
বিজেপি ২
বাকি শরিক দল ১৬

বিরোধী আসনে মোট ২০ জন
বিরোধী দল তৃণমূল কংগ্রেস ১২
কংগ্রেস ৬
অন্যান্য ২

বিরোধী নেতা মুকুল সাংমা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁর নেতৃত্বে টিএমসি বিরোধী দলে পরিনত হলো।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles