🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Farm Law: ক্ষুব্ধ ‘দাম্ভিক’ প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের তর্কাতর্কি

By Suparna Parui | Published: January 3, 2022, 4:02 pm
Ad Slot Below Image (728x90)

তিন কৃষি আইন (Farm Law) ইতিমধ্যেই প্রত্যাহার করেছে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার। কিন্তু কৃষি আইন নিয়ে বিতর্ক যেন আর শেষ হচ্ছে না। রবিবার হরিয়ানার (Hariyana) দাদরিতে এক অনুষ্ঠানে কৃষি আইন নিয়ে মুখ খুললেন মেঘালয়ের রাজ্যপাল (Governor) সত্যপাল মালিক। সেখানেই তিনি প্রধানমন্ত্রীকে দাম্ভিক বলেও মন্তব্য করেন।

সত্যপাল (Satyapal Malik) বলেন, কিছুদিন আগে তিনি কৃষকদের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, ইতিমধ্যেই আন্দোলন করতে গিয়ে ৫০০ জন কৃষকের মৃত্যু হয়েছে। তাই সরকারের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা উচিত। তাঁর এই বক্তব্যে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে তাঁকে পাল্টা প্রশ্ন করেন, ‘আমার জন্যই কি কৃষকদের মৃত্যু হয়েছে?’ প্রধানমন্ত্রী এই প্রশ্নের উত্তরে সত্যপাল বলেন, ‘আপনি হলেন দেশের প্রধান। তাই এই মৃত্যুর দায় আপনার ঘাড়েই বর্তায়।’ এরপরই প্রধানমন্ত্রী প্রবল ক্ষুব্ধ হয়ে ওঠেন। এমনকী তাঁর সঙ্গে তর্কাতর্কি শুরু করেন।

‘সবশেষে তিনি আমাকে বিষয়টি নিয়ে আলোচনা করতে অমিত শাহের সঙ্গে দেখা করতে বলেন।’ সত্যপাল অভিযোগ করেন, একটি সামান্য কুকুর মারা গেলেও প্রধানমন্ত্রী তার প্রতি সমবেদনা জানান। কিন্তু এতজন কৃষক আন্দোলন করতে গিয়ে প্রাণ হারালেন, তাঁদের জন্য প্রধানমন্ত্রী একটি শব্দও খরচ করলেন না। এটা মেনে নেওয়া যায় না। এ থেকেই বোঝা যায় মোদী কতটা অহংকারী একজন ব্যক্তি।

সত্যপাল আরও বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে তিনি অমিত শাহর সঙ্গেও দেখা করেন এবং কৃষকদের সমস্যার বিষয়টি তাঁকে জানান। শাহ বিষয়টি শুনলেও অবশ্য কোনও মন্তব্য করেননি। বরং এই কৃষি আইনের দায় তিনি প্রধানমন্ত্রীর ঘাড়েই ঠেলে দেন।

মেঘালয়ের রাজ্যপাল মনে করেন, কৃষকদের কথা ভেবে অনেক আগেই সরকারের ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কৃষকরা যাতে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পায় সে বিষয়টিও নিশ্চিত করা দরকার। সত্যপাল পরিষ্কার জানিয়েছেন, কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছিল সেগুলি তুলে নেওয়া উচিত। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে সত্যপাল বলেছেন, মোদী যদি ভাবেন কৃষকদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে তাহলে ভুল ভাবছেন। আপাতত কৃষকরা আন্দোলন স্থগিত রেখেছেন। কেন্দ্র যদি ফের কৃষকদের বিরুদ্ধে পদক্ষেপ করে তাহলে তাঁরা ফের আন্দোলনের রাস্তায় ফিরবেন। তিনি নিজে কৃষকদের পাশে ছিলেন আছেন এবং থাকবেন বলেও সত্যপাল জানিয়েছেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles