ওমিক্রন কাঁটা, আংশিক লকডাউনে কী কী বন্ধ হবে জানুন
News Desk: বাংলায় করোনা সংক্রমণ বেড়েছে অনেকগুণ। রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে তিন হাজারের ঘরে।
এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে আংশিক লকডাউন ঘোষণা করতে পারে বল খবর। পরিস্থিতি খারাপ হতে থাকলে আগামী ৩ জানুয়ারি থেকেই জারি হতে পারে কড়া বিধিনিষেধ।
সুত্রের খবর, আংশিক লকডাউন জারি হলে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত বার, রেস্তোরাঁ, সিনেমাহল। স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে থাকবে।
আগামী ৩ জানুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্টুডেন্টস উইকের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আপাতত স্থগিত থাকছে দুয়ারে সরকার কর্মসূচি। সকল মেলায় নিষেধাজ্ঞা জানাতে পারে সরকার।
উল্লেখ্য, ওমিক্রন যেভাবে রাজ্যে ছড়িয়ে পড়ছে তাতে আগামীদিনে যে কঠোর বিধিনিষেধ জারি হতে পারে সেই ইঙ্গিত আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

