🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Zakaria Street Fire: জাকেরিয়া স্ট্রিটে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে আগুন

By Entertainment Desk | Published: December 19, 2021, 10:34 am
Zakaria Street Fire
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: রবিবার ভোট শুরুর ঠিক ঘণ্টাখানেক আগেই বুথের সামনে শাড়ির গুদামে বিধ্বংসী আগুন লাগে। ঘটনাটি ঘটেছে জোড়াসাঁকোর ৪৪ নম্বর ওয়ার্ডের জাকারিয়া স্ট্রিটে (Zakaria Street)। আগুন দেখে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।

তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। স্থানীয়দের দাবি, জাকেরিয়া স্ট্রিটে ভোটগ্রহণ কেন্দ্রের বিপরীতের একটি বাড়ির দোতলায় শাড়ির গুদাম রয়েছে। এদিন সকালে আচমকাই ওই শাড়ির গুদাম থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। স্বাভাবিকভাবেই হইচই শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। কিছুক্ষণের মধ্যে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। যুদ্ধকালীন তত্‍পরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। শাড়ির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। কীভাবে ওই শাড়ির গুদামে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শাড়ির গুদামটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে। দমকল ও পুলিশ সূত্রের খবর, পুরো বিষয়টি নিয়েই তদন্ত চলছে।

প্রসঙ্গত, আজ কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে। ২৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন রয়েছে গোটা শহরজুড়ে। ৫ হাজার রাজ্য পুলিশের কর্মী কাজ করছেন। জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিকদের ময়দানে নামানো হয়েছে। প্রায় এমন ১০ জন পুলিশ আধিকারিক ভোট কলকাতায় রাজপথে রয়েছেন। এছাড়াও ডেপুটি কমিশনার রয়েছেন ২৬ জন। ৭১ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাজ করছেন। এছাড়াও শহরের একাধিক জায়গাতে ২০০টি পুলিশ পিকেটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শহরে ঢোকা এবং বের হওয়ার প্রত্যেকটি জায়গাতে পুলিশ পিকেট রয়েছে। জলপথেও রিভার পেট্রোলিং চলছে ৬ জায়গায়। আরএফএস(RFS) ও আরটি(RT) মোবাইল দিনে-রাতে মিলিয়ে থাকছে ৭২টি, এইচআরএফএস(HRFS) থাকবে ৩৫টি। ১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম থাকবে। বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে বিধাননগর ও হাওড়া কমিশনারেট, বারুইপুর ও ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে। চালু হয়েছে কমিশনের কন্ট্রোল রুম-২২৯০ ০০৪০/৪১।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles