🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Bangladesh: আওয়ামী লীগকে হারিয়ে তৃতীয় লিঙ্গ ঋতুর ঐতিহাসিক জয়

By Kolkata24x7 Desk | Published: November 29, 2021, 8:50 pm
Nazrul Islam Ritu Bangladesh
Ad Slot Below Image (728x90)

News Desk: বাংলাদেশে (Bangladesh) ক্ষমতসীন দল আওয়ামী লীগ চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে (আঞ্চলিক পর্যায়ের ভোট) দলীয় প্রার্থী বনাম বিক্ষুব্ধদের লড়াইয়ে বিভিন্ন এলাকায় ধাক্কা খাচ্ছে। কিছুক্ষেত্রে সরাসরি নির্দল বা স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হচ্ছেন। তেমনই একজন নজরুল ইসলাম ঋতু।

নির্দল প্রার্থী হিসেবে জয়ী ঋতু বাংলাদেশে ইতিহাস গড়লেন। তিনি তৃতীয় লিঙ্গের। তিনিই বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গ ইউনিয়ন পরিষদ চেয়ারপার্সন।

বিবিসি জানাচ্ছে,ঝিনাইদহের কালীগঞ্জের ছয় নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। তিনি স্থানীয়দের কাছে মাঝে ‘ঋতু হিজড়া’ নামে পরিচিত।

রবিবার তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালীগঞ্জের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম সানাকে পরাজিত করেন ঋতু। এর ফলে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জয়ী হয়ে সাংবাদিকদের কাছে সাক্ষাতকারে নজরুল ইসলাম ঋতু বলেন, ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর কাছে আমি ঋণী। আমি হিজড়া হলেও মানুষ আমাকে পছন্দ করেছে, আমাকে ভোট দিয়ে পাস করিয়েছে, আমি তাদের মনের আশা পূরণে চেষ্টা করে যাব।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির সময় এলারায় সাহায্যের কারণে ঋতু বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন। নির্বাচনে এলাকাবাসীর দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক প্রচার প্রচার চালান তিনি। ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের বাসিন্দা।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles