🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Bangladesh: অর্থ পাচার মামলায় প্রথম হিন্দু প্রধান বিচারপতি এসকে সিনহার জেল

By Political Desk | Published: November 9, 2021, 3:49 pm
bangladesh chief justice sk sinha
Ad Slot Below Image (728x90)

News Desk: নজির গড়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন সুরেন্দ্র কুমার সিনহা। সংবিধানের আইন সংশোধনী নিয়ে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তীব্র মতভেদের মাঝে বিদেশে চলে গিয়েছেন পদত্যাগ করে। এর পরে তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের মামলা। সেই মামলায় প্রাক্তন বিচারপতি সিনহাকে ১১ বছরের জেলের সাজা দিল আদালত।

আপাতত কানাডায় রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তাঁকে ফিরিয়ে আনা যাবে কিনা সে বিষয়ে জটিলতা রয়েছে। বাংলাদেশ তৈরির পর তিনিই ছিলেন দেশটির প্রথম হিন্দু প্রধান বিচারপতি।

বিবিসি জানাচ্ছে, এসকে সিনহার বিরুদ্ধে ঋণ জালিয়াতির মামলায় ৪ বছর এবং অর্থ পাচারের মামলায় ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন।

বর্তমানে পদ্মা ব্যাংক (পূর্বতন ফারমার্স ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় প্রাক্কন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জন আসামির আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় দেবার সময় বিচারক উল্লেখ করেছেন,ঋণের টাকা অবৈধভাবে এসকে সিনহার অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছিল।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন এসকে সিনহার সঙ্গে সরকারের সঙ্গে প্ মতবিরোধ হয় দেশটির সংবিধানের ষোড়শ (১৬) সংশোধনী নিয়ে। এই সংশোধনী অনুসারে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। এই সংশোধনী প্রয়োগ নিয়েই শেখ হাসিনার সরকার ও তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহার সংঘাত তীব্র হয়েছিল।

প্রবল বিতর্কের মাঝে এসকে সিনহা বাংলাদেশ ত্যাগ করেন। দেশ ছাড়ার আগে খোলা চিঠিতে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। প্রথমে অস্ট্রেলিয়া পরে কানাডায় চলে যান তিন। এখন রয়েছেন কানাডাতে।

‌এসকে সিনহার দেশত্যাগে বিতর্কের মুখে পড়ে শেখ হাসিনার সরকার। বিএনপি সহ বিভিন্ন গণসংঠন ও আন্তর্জাতিক স্তরে অভিযোগ, বিরোধীপক্ষের অভিযোগ, বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার।এর পরেই এসকে সিনহার বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা দায়ের করে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles