🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Bihar: মোদীর জনসভায় বিস্ফোরণ মামলায় ৪ জনের ফাঁসির সাজা

By Political Desk | Published: November 1, 2021, 7:59 pm
patna-blast
Ad Slot Below Image (728x90)

News Desk: গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিজেপির তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হয়ে মোদী দেশজুড়ে প্রচার করছিলেন। ২০১৩ সালে তেমনই জনসভা ছিল পাটনার গান্ধী ময়দানে। সেই জনসভায় পরপর বিস্ফোরণ ঘটানোয় জড়িতদের মৃত্যুদণ্ড দিল এনআইএ আদালত। দণ্ডিতরা উচ্চ আদালতে আপিল করতে পারবে।

এনআইএ আদালতে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া চারজনের নাম ইমতিয়াজ আনসারি, নোমান আনসারি, হায়দর আলি ও মুজিবুল্লাহ। দুজনের যাবজ্জীবন ও দুজনের দশ বছর কারাদণ্ড ও একজনের সাত বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে এনআইএ আদালত।

বিস্ফোরণ মামলায় মোট ১২ জনের বিচার চলেছে। একজন বিচার চলাকালীন মারা যায়। একজন মুক্তি পেয়েছে। ধৃত এক নাবালক তিন বছরের জেল সাজাপ্রাপ্ত।

লোকসভা নির্বাচন উপলক্ষে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় প্রচার ‘হুঙ্কার ব়্যালি’-তে অংশ নিতে গান্ধী ময়দানে আসেন। ২০১৩ সালের ২৭ অক্টোবর সেই জনসভায় পরপর বিস্ফোরণে ৬ জনের মৃত্যু হয়। জখম হন ৮৯ জন। পাটনা ধারাবাহিক বিস্ফোরণ মামলার তদন্ত নেয় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।

গান্ধী ময়দান বিস্ফোরণ মামলার তদন্ত চলাকালীন কেন্দ্রে আসে এনডিএ সরকার। মোদী হন প্রধানমন্ত্রী। এদিকে তদন্ত চালিয়ে যায় এনআইএ। বিস্ফোরণ মামলায় উঠে এসেছে সেদিন জনসভায় ছটি বোমা ফাটানো হয়েছিল। একটি বিস্ফোরণ ঘটানো হয় পাটনা জংশন স্টেশনের শৌচালয়ে। মোদীর ভাষণ চলাকালীন পরপর চারটি বিস্ফোরণ ঘটানো হয়।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles