🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

God bless Goa! গোয়াকে মমতার হাত থেকে বাঁচাতে ভগবানের কাছে আর্জি পি চিদম্বরমের

By Kolkata24x7 Desk | Published: December 12, 2021, 10:21 pm
Senior Congress leader P Chidambaram
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: ২০২২ বিধানসভা নির্বাচনে গোয়াতে (Goa) ক্ষমতা দখলের লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস (Ttrinamul congress)। ক্ষমতা দখলের জন্যই তারা মানুষকে অবাস্তব প্রতিশ্রুতি দিচ্ছে। যা করা সম্ভব নয়, সেটাই বলছে। আসলে এই দল মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। তারা জানে গোয়ার নির্বাচনে তারা একটি আঁচড়ও কাটতে পারবে না। কিন্তু এরই মধ্যে মানুষকে অবাস্তব কিছু প্রতিশ্রুতি দিয়ে সর্বতোভাবে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রবিবার এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলকে তীব্র কটাক্ষ করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidanbaran)।

উল্লেখ্য, ২৪ ঘণ্টা আগে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, তারা যদি গেয়ায় ক্ষমতা দখল করতে পারে তাহলে রাজ্যের প্রত্যেক মহিলাকে পাঁচ হাজার টাকা করে দেবে। অর্থাৎ একজন পরিবারের গৃহকর্তী বছরে ৬০ হাজার টাকা পাবেন। তৃণমূল এই প্রকল্পের নাম দিয়েছে গৃহলক্ষ্মী প্রকল্প। লক্ষ্মী ভাণ্ডার নামে এ ধরনের একটি প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গে। তবে সেখানে পরিবারের মহিলাদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হয়।

চিদম্বরম এদিন টুইট করে তৃণমূলের এই প্রতিশ্রুতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, সাড়ে তিন লক্ষ পরিবারকে প্রতিমাসে ৫০০০ টাকা করে দিলে মাসে খরচ হবে ১৭৫ কোটি টাকা। বছরে খরচ হবে ২১০০ কোটি টাকা। ২০২০ সালের মার্চ পর্যন্ত গোয়ার মোট দেনার পরিমাণ প্রায় ২৩৫০০ কোটি টাকা। সেই রাজ্যের জন্য নতুন করে কিভাবে বছরে ২১০০ কোটি টাকা খরচ করা হবে। যে দল তাদের মূল জায়গা অর্থাৎ বাংলাতেই মাসে ৫০০ টাকা করে দিচ্ছে সেই দলই গোয়ায় বলছে ৫০০০ টাকা করে দেবে। শোনা যাচ্ছে বাংলায় তো সব মহিলা নিয়মিত সেই টাকাও পাচ্ছেন না। যে সরকার মাসে ৫০০ টাকা করে একজনকে দিতে পারে না, সেই সরকার কীভাবে ৫০০০ হাজার টাকা করে দেবে। এই প্রতিশ্রুতির জন্য কী বলব সেটাই বুঝতে পারছি না। ঈশ্বর মঙ্গল করুন, নাকি গোয়ার মানুষকে বাঁচান ভগবান, কী যে বলি! এই সহজ অংকের জন্য অর্থনীতিতে নোবেল পাওয়া উচিত।

চিদম্বরমের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পাল্টা প্রতিক্রিয়া এসেছে তৃণমূলের পক্ষ থেকেও। গোয়ায় দলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র উত্তরে জানিয়েছেন, সাড়ে তিন লক্ষ পরিবারকে মাসে ৫০০০ টাকা করে দিলে ২১০০ কোটি টাকা খরচ হবে সেটা ঠিক। যেটা গোয়ার বাজেটের ৬-৮ শতাংশ। কিন্তু একটা বিষয় আপনারা ভুলে যাচ্ছেন, অর্থনীতিবিদরা বলেছেন, করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে মানুষের হাতে আরও বেশি করে নগদ অর্থ তুলে দিতে হবে।

অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের নেত্রী। তৃণমূল কংগ্রেস সরকার কখনও বেহিসেবি খরচ করে না। কোথাও কোনও বাহুল্যতা দেখায় না। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ আছে, সবার আগে মানুষের পাশে থাকতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। সেই লক্ষ্য পূরণ করতেই এই আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। গোয়ায় ক্ষমতায় এলে দেখাব আমরা কোনও অবাস্তব কথা বলিনি। যেটা বাস্তব সেটাই বলেছি। পশ্চিমবাংলার মতই গোয়ার মহিলারাও প্রতিমাসে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়ে যাবেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles