🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Happy New Year: বর্ষবরণের আগেই নয়া রূপে গুগল ডুডল

By Kolkata24x7 Desk | Published: December 31, 2021, 10:49 pm
Google Doodle in a new form before the New Year
Ad Slot Below Image (728x90)

News Desk: ২০২২ সাল আসার ঠিক আগে, নববর্ষকে (New Year) স্বাগত জানাতে প্রস্তুত Google তার নতুন ডুডলের মধ্যে দিয়ে । ২০২১ সালের সঙ্গে একটি বিশাল ক্যান্ডি দেখা যাচ্ছে যা ফাটার জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

এই ক্যান্ডিতে কোনও ব্যবহারকারী ক্লিক করলে খুলবে একটি নতুন পৃষ্ঠা । নববর্ষ উদযাপনের বিভিন্ন জিনিস এই নতুন পৃষ্ঠা জুড়ে দেখা যাবে। আরেকটি সারপ্রাইজ Google তার ব্যবহারকারীদের জন্য রেখেছে।

ব্যবহারকারীরা Google-এ ‘নিউ ইয়ারস ইভ’ লিখে সার্চ করলে একটি পার্টি হর্ন দেখায়। এখানে ক্লিক করলে একটি শব্দ হয় এবং বিভিন্নভাবে উদযাপন দেখা যায়।নববর্ষের উৎসবের ভাবনার সাথে সঙ্গতি রেখে ডুডলটিতে ব্যবহার করা হয়েছে আলো এবং পার্টি টুপি

গুগল গত বছর বেশ কিছু অনুষ্ঠানকে, মজাদার এবং বিস্তৃত ডুডল ব্যবহার করে উদযাপন করেছে। আগামী বছরেও নেটপাড়ার বাসিন্দাদের গুগল ডুডলের মাধ্যমে চমৎকার তথ্য তুলে ধরবে বলেই মনে করা হচ্ছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles