🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

চারবছর পর বাবার খোঁজ পেল ছেলে, সৌজন্যে ‘হ্যাম রেডিও’

By Sports Desk | Published: September 18, 2021, 10:26 pm
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: চারবছর আগে প্রতিবেশীদের সঙ্গে সাগরমেলায় এসে হারিয়ে যাওয়া বৃদ্ধকে ফিরে পেল তাঁর পরিবার, সৌজন্যে ‘হ্যাম রেডিও’। হ্যাম রেডিও আসলে ওয়াকিটকির মতো এক বিশেষ ওয়্যারলেস ব্যবস্থা। জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য এই রেডিও কোনও বিশেষ এলাকাতেই কাজ করে। সেই রেডিও-র মাধ্যমে সম্প্রচার করার পরেই দলের লোকেদের ফিরে পান ওই বৃদ্ধ। 

আরও পড়ুন দলে আসতে প্রচুর টাকার টোপ দিয়েছিল, কর্ণাটকের বস্ত্রমন্ত্রীর দাবিতে অস্বস্তিতে পদ্মশিবির


আরও পড়ুন বিজেপির ষড়যন্ত্রের হাত থেকে বাংলাকে বাঁচাতে পথে নামল বাংলাপক্ষ

ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের (হ্যাম রেডিও) সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস জানান, দশ বছরের বেশি সময় ধরে হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ নিয়েই তাঁরা সাগরে আসছেন। অনেককে বাড়িও ফিরিয়েছেন। গঙ্গাসাগরের কাছে সেরকমই ঘুরে বেড়াতে দেখা যেত হিন্দিভাষী এক বৃদ্ধকে। ৭১ বছর বয়সি ঐ বৃদ্ধ হঠাৎই নজরে পড়েন হ্যাম রেডিওর সাগরের প্রতিনিধি দিবস মন্ডলের। তিনি যোগাযোগ করেন স্থানীয় প্রশাসনের সঙ্গে। বিহারে খুঁজে পাওয়া যায় তাঁর পরিবারকে। সুন্দরবন জেলা পুলিশ মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধকে ফিরিয়ে দেয় তাঁর পরিবারের কাছে।

আরও পড়ুন NEET বাতিলের দাবিতে হাজরা মোড়ে পথসভা বাংলাপক্ষের

পরে জানা যায়, বিহারের রাজৌলির মোহবতপুরের বাসিন্দা ওই বৃদ্ধের নাম তুলসী রাজবংশী। চারবছর আগে হারিয়ে যাওয়া বাবার ছবি দেখে তাঁকে চিনতে পারেন বছর বাইশের ছেলে লালকেশর রাজবংশী। শনিবার বৃদ্ধকে ফিরিয়ে নিতে আসেন তাঁর ছেলে ও প্রতিবেশী মহেশ কুমার। বাবাকে ফিরে পেয়ে যেমন আনন্দে মেতেছেন তাঁরা, সেভাবেই চারবছর পরে বাবা-ছেলের পূর্নমিলন দেখে চোখে জল সুন্দরবন জেলা পুলিশ, স্থানীয় বাসিন্দা এবং হ্যাম রেডিওর সদস্যদের। 

আরও পড়ুন বাংলার মাওবাদী আন্দোলনের সঙ্গে গভীর প্রেম ফুটে উঠবে ইস্কাবনে

ভারতে হ্যাম রেডিওর ১৬ হাজারেরও বেশি লাইসেন্সযুক্ত ব্যবহারকারী রয়েছেন। বহু বছর ধরেই বিভিন্ন ক্ষেত্রে স্বজনহারাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহায্য করছে এই হ্যাম রেডিও প্রযুক্তি। 

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles