🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

বাংলা ধারাবাহিক-গেম শোতে হিন্দি সংস্কৃতির রমরমা: পথে নামছে বাংলাপক্ষ

By Kolkata24x7 Desk | Published: November 20, 2021, 6:25 pm
banglapakkho
Ad Slot Below Image (728x90)

News Desk: বাংলা ধারাবাহিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বাজানো হচ্ছে হিন্দি গান। এর বিরুদ্ধেই পথে নামছে বাংলা পক্ষ। তারা মনে করছে ধারাবাহিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলি বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে। তাই এর বিরুদ্ধে পথে নামতে চলেছে বাংলা পক্ষ

তারা বলছেন, ‘জি বাংলা সহ নানা বাংলা চ্যানেলের বেশ কিছু বাংলা ধারাবাহিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ক্রমাগত ভাবে হিন্দি গান জুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন পর্বে।’

অভিযোগ, বাংলা ও বাঙালি জাতির ইতিহাস বিকৃত করে দেখানো হচ্ছে “করুণাময়ী রানী রাসমণি” নামক ধারাবাহিকে। “এই পথ যদি না শেষ হয়” নামক ধারাবাহিকে দেখানো হচ্ছে যে করবা চৌথ নামক প্রথা নাকি বাঙালি সমাজে প্রচলিত। এছাড়াও বাঙালি বৌ, অবাঙালি বর- এই কম্বিনেশন দেখানো হচ্ছে সর্বত্র, উল্টোটা নয় এবং “রাখিবন্ধন” নামক ধারাবাহিকও এই তালিকায় আছে।

Gorg Chatterjee

এছাড়া জনপ্রিয় ক্রিকেটার পরিচালিত “দাদাগিরি” নামক অনুষ্ঠান, “ডান্স বাংলা ডান্স” এবং “সারেগামাপা” নামক অনুষ্ঠানেও অনিয়ন্ত্রিতভাবে হিন্দি গান বাজানো ও প্রচার চালানো হয়।

সংগঠনের তরফ থেকে উত্তর ২৪ পরগনা শহরাঞ্চল জেলা শাখার সম্পাদক পিন্টু রায় সরাসরি বলেছেন, “আমরা কখনোই হিন্দি গান বা হিন্দি ভাষি কলাকুশলীদের বিরোধী নই। আমরা কেবল বাঙালি সংস্কৃতির ওপর হিন্দি সংস্কৃতি (নিম্ন রুচির উত্তর ভারতীয় সংস্কৃতি) চাপিয়ে দেওয়ার চ্যানেল গুলির যে প্রবণতা তার বিরোধী।”

তিনি এও বলেন, “আমাদের জেলার অন্তর্গত রাজারহাটের ডিআরআর স্টুডিও তে এই সমস্ত ধারাবাহিক ও অনুষ্ঠান গুলির শুটিং হয় তাই ওখানে গিয়ে আমরা ডেপুটেশন প্রদান ও শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করবো আগামী রবিবার ২১শে নভেম্বর সকাল ১১ টায়।” তিনি আরও বলেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ গর্গ চট্টোপাধ্যায় এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এবং উপস্থিত থাকবে বাঙালি সুশীল সমাজ ও দর্শকদের সমর্থন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles