Howrah: গেস্টকিনের সঙ্গেই হারিয়ে গিয়েছে হাওড়ার শিল্প সাম্রাজ্য
হাওড়া (Howrah) শিল্পাঞ্চলকে বলা হতো প্রাচ্যের শেফিল্ড। কলকারখানার শহর হাওড়া, কুলি টাউন হাওড়া। সেই শিল্পাঞ্চলের একটি অগ্রগণ্য কারখানা ছিল জিকেডব্লিউ লিমিটেড (Gestkin)। ১৯২০ সালে ইংরেজ শিল্পপতি হেনরি উইলিয়াম হাওড়ায় একটি কারখানা স্থাপন করেন। তার নাম হেনরি…
Ad Slot Below Image (728x90)
হাওড়া (Howrah) শিল্পাঞ্চলকে বলা হতো প্রাচ্যের শেফিল্ড। কলকারখানার শহর হাওড়া, কুলি টাউন হাওড়া। সেই শিল্পাঞ্চলের একটি অগ্রগণ্য কারখানা ছিল জিকেডব্লিউ লিমিটেড (Gestkin)। ১৯২০ সালে ইংরেজ শিল্পপতি হেনরি উইলিয়াম হাওড়ায় একটি কারখানা স্থাপন করেন। তার নাম হেনরি উইলিয়ামস লিমিটেড। সেখানে উচ্চমানের ছোট যন্ত্রপাতি তৈরি হতো। ক’বছরের মধ্যেই বিশ্বজুড়ে তার সুনাম ছড়িয়ে পড়ে। সুদূর বার্মিংহাম থেকে উন্নত […]
সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Howrah: গেস্টকিনের সঙ্গেই হারিয়ে গিয়েছে হাওড়ার শিল্প সাম্রাজ্য
[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

