🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

হৃদয় হোম চৌধুরীর কবিতা

By Entertainment Desk | Published: September 26, 2021, 11:21 am
Ad Slot Below Image (728x90)

ফিরে আসা

এখানে তুমি কেন? গতকাল তোমার অন্তিম
দেখেছে হলুদ ছাতার দেশ।ওরা মধ্য দুপুরের
রোদে পোড়া একাকী পথে বিদায় দিয়েছিল।

অথচ তুমি ফিরে এলে? কোন শোকে? দ্বিধায় ভুগছো?
রাতের বারান্দা থেকে ভোররাতের আলোয় আঁধার নামে
ভুলে যাও। জোনাকি ভুলে যাও। গাছেদের ভুলে যাও
চাপা পড়ে মৃত্যু…
হলুদ ছাতার দেশ থেকে ওরা আমায় জানালো-
এখন সময় আয়ুদন্ড যাপন।ওর ফিরে আসা তো বিষ্ময় নয়!

তর্পণ

বাতাসের দেহে সদলবলে মিশে যাচ্ছে গন্ধক
ওদের হল্লা শুরু হবে, আগুনের কাছে আসতে হবে
ধ্বংসের মাঝে কেড়ে নিতে হবে জয়মুকুট
অসফল বিক্রিয়ায় নয়তো পুড়ে যাবে সব

কিন্তু কী পাবে ওরা? প্রেম, হাসি, কাম, আশা?
আশা।এই‌ আশা ও গ্রীবায় রেখে হাত দেয় আগুনে।
অ্যাসিড সবার চেয়ে,সব থেকে বিষাক্ত নভোযান
তবুও নরম রোদ চাইবে ওরা, টেস্টটিউবের সাগর
উপচে পড়বে। ঈর্ষায় নিশ্চিহ্ন হবে বাকি সব বিক্রিয়া….

জীবনের নৈঋতে গন্ধকই গোপন তর্পণ

ময়দান

ভাতের থালার উল্টো দিকে লাফিয়ে আসছে আকাশ। উন্মত্ত ব্যর্থ প্রেমিকের ঘোড়ার চলন। শান্ত ও হতাশ মাঠ।নিরস ত্রাসের রোদ কেড়ে নিচ্ছে চারপাশ। জীবনের তৃষ্ণা। তুচ্ছ মায়ার চোরকাঁটা হুল্লোড়। এখানে উঁকি দেয় পরীর চূড়া। বিরক্ত হাসি। দেহ সহজ নয়। বাঁচার আশ্রয়। স্তম্ভ ছেড়ে এনে দেবে কোমল বিচ্ছেদ। সুরভী নিঃশ্বাস।এরপর বোর্ডের বেলুন তীক্ষ্ণ নজরে কুহকী পথে ফেলছে এই শহরের লক্ষ্য ও স্বপ্ন। তবুও ময়দান বড়ো আপন

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles