🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Germany: তীব্র জোট জট, হারলেও মার্কেলের দলের সামনে সুযোগ

By Political Desk | Published: September 28, 2021, 12:06 pm
Parliament condition in germany
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: ভোটে জিতেও কি বামেরা গড়তে পারবে জার্মানির (Germany) সরকার ? একা সরকার গড়ার পর্যাপ্ত আসন না পাওয়ায় শরিক জোটাতে ব্যাস্ত এসপিডি দল ভোট প্রাপ্তির পরিসংখ্যান বলে দিচ্ছে জার্মানির জাতীয় নির্বাচনে কারোর পক্ষে একা সরকার গঠন করা সম্ভব নয়। বিদায়ী চ্যান্সেলর তথা রাষ্ট্রপ্রধান অ্যাঞ্জেলা মার্কেলের দল সিডিইউ পরাজিত হলেও জোট করে সরকার গড়তে পারে যে কোনও সময়।

নির্বাচনে চমকপ্রদ উত্থান গ্রিন পার্টির। পরিবেশ রক্ষার নীতি নিয়ে শিল্পোন্নত দেশ জার্মানিতে হই হই ফেলে দিয়েছে গ্রিন দল। যে দল সরকার গড়তে চায় তাদের সামনে গ্রিন দলের থেকে নির্ভরযোগ্য কেউ নেই।

তবে চ্যান্সেলর অ্যাঞ্জেলা বিদায় নিচ্ছেন। তিনি অবসরে যাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানি দু ভাগে ভাগ হয়েছিল। পরে একীকরণ হয়।হিটলারের নাৎসি জমামার পরে জার্মানির যে দুজন চ্যান্সেলর টানা ১৬ বছর ক্ষমতায় ছিলেন সেই দুজন হলেন হেলমুট কোল ও অ্যাঞ্জেলা মার্কেল।

hung Parliament condition in germany

গত দেড় দশক অ্যাঞ্জেলা মার্কেল বিশ্ব জুড়ে প্রবল আলোচিত। তাঁর ভূমিকায় ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক ক্ষেত্র বারবার সমস্যামুক্ত হয়েছে। মার্কেল হয়েছেন বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা। তাঁর বিদায়ের পর সেই শূন্যস্থান পূরণ কে করবেন তাও তীব্র আলোচিত। তবে এর থেকেও জটিলতর হয়ে গেছে জার্মানির সরকার গঠন।

ভোটের অংক বলে দিচ্ছে যে জিতেছে যে হেরেছে তা এখন আর ধর্তব্য নয়। জোটের সমীকরণ পরিস্থিতি বগলে দেবে যে কোনও সময়।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles