🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ওড়িশার উপকূলে ‘অগ্নি প্রাইম’ পরমাণু মিসাইলের সফল উৎক্ষেপণ করল ডিআরডিও

By Kolkata24x7 Desk | Published: December 18, 2021, 5:07 pm
Agni Prime' nuclear missile
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ভারত। দেশের সামরিক শক্তি আরও বাড়লো। শনিবার অগ্নি সিরিজের আরও উন্নত ও অত্যাধুনিক মানের মিসাইল ‘অগ্নি প্রাইম’-র সফল উৎক্ষেপণ করল ভারত। এর আগে চলতি বছরের ২৮ জুন অগ্নি মিসাইলের আরও একটি সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও শনিবার অগ্নি প্রাইম মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে। শনিবার ওড়িশার চাঁদিপুর উপকূলে অগ্নি প্রাইম মিসাইল উৎক্ষেপণ করা হয়। এই নতুন মিসাইলটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। একেবারেই নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম’। ডিআরডিও জানিয়েছে, ১ থেকে ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম অগ্নি প্রাইম। নতুন প্রজন্মের হওয়ার কারণে এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা ধাতু দিয়ে তৈরি করা হয়েছে। ফলে অগ্নি প্রাইমের ওজন অন্য মিসাইলের তুলনায় ৫০ শতাংশ কম।

ওজন কম হওয়ার কারণে রেল, বা সড়ক পথে বিশেষ সামরিক যান থেকে এই মিসাইল নিক্ষেপ করা যাবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের নৌবহরের বিরুদ্ধে এই মিসাইলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উৎক্ষেপণ সফল হওয়ায় ভারতের প্রতিরক্ষা শক্তি যে আর বাড়ল তা না বললেও চলে। অগ্নি প্রাইম মিসাইলকে অনেক নতুন প্রযুক্তি ও বৈশিষ্ট্যের মাধ্যমে অত্যাধুনিক করে গড়ে তোলা হয়েছে। যার ফলে এটি নির্ভুল নিশানায় আঘাত হানতে ১০০ শতাংশ সফল হবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালেও পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি মিসাইলের সফল উৎক্ষেপণ করেছিল ডিআরডিও। ওই মিসাইল ৫ হাজার কিলোমিটার দূরত্বেও নির্ভুল আঘাত হানতে সক্ষম। ফলে ইতিমধ্যেই চিন ও পাকিস্তানের অধিকাংশ এলাকাই ঢুকে গিয়েছে অগ্নির নিশানায়। অগ্নি প্রাইমের উৎক্ষেপণ সফল হওয়ায় এদিন ডিআরডিওর বিজ্ঞানী ও গবেষকদের অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

রাজনাথ এদিন বলেছেন, দেশের বিজ্ঞানীরা আরও একবার বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করলেন। মোদি সরকার প্রতিরক্ষার ক্ষেত্রে কোনও রকম দুর্বলতা বা অবহেলা দেখাবে না। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে টাকার কোনও অভাব হবে না। ডিআরডিও বিজ্ঞানীদের অভিনন্দন জানানোর পাশাপাশি এদিন আরও উন্নত মানের গবেষণার জন্য তাঁদের পরামর্শ দেন রাজনাথ।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles