🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়, এই দলের নাম হওয়া উচিত ‘আই নিড কমিশন’: বিজেপি মুখপাত্র

By Sports Desk | Published: November 9, 2021, 8:56 pm
sambit mahapatra with Rahul Gandhi
Ad Slot Below Image (728x90)

Political correspondent: রাফাল যুদ্ধবিমান নিয়ে এবার কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করল বিজেপি। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি মুখপাত্র কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়, এই দলের নাম হওয়া উচিত ‘আই নিড কমিশন’। মিডিয়াপার্ট নামে ফ্রান্সের একটি নিউজ পোর্টাল সোমবার রাফাল যুদ্ধবিমান নিয়ে বেশকিছু তথ্য ফাঁস করে দিয়েছে।

ওই সংবাদ সংস্থা জানিয়েছে, ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত করার জন্য বিপুল টাকা ঘুষ দেওয়া হয়েছিল। মিডিয়াপার্টের রিপোর্টকে হাতিয়ার করে সম্বিত বলেন, ওই সময় দেশের ক্ষমতায় ছিল কংগ্রেস। তাই কংগ্রেসের মুখে রাফাল নিয়ে দুর্নীতির কথা শোভা পায় না। এখন দেখা যাচ্ছে রাফাল নিয়ে যা দুর্নীতি হয়েছে সেটা কংগ্রেস আমলেই হয়েছে। ফরাসি পোর্টাল মিডিয়াপার্টের (mediapart) রিপোর্টকে হাতিয়ার করেই রে রে করে মাঠে নেমে পড়েছে বিজেপি।

মঙ্গলবার দিল্লিতে (delhi) দলের সদর দফতরে সম্বিত (sambit patra) বলেন, গোটা দেশ দেখেছে ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস রাফাল দুর্নীতি নিয়ে কত মিথ্যা কথা বলেছে। ভোটের রাজনীতি করতে কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে একের পর এক কুৎসা রটিয়েছে। ওরা ভেবেছিল এই প্রচারে ওরা রাজনৈতিক সুফল পাবে। কিন্তু দেশবাসী ওদেরকে শাস্তি দিয়েছে। এবার ফ্রান্সের একটি নিউজ পোর্টাল রাফাল নিয়ে প্রকৃত সত্যটা সামনে এনেছে।

ওই সংবাদমাধ্যম রীতিমতো রশিদ প্রকাশ করে বলেছে, রাফাল যুদ্ধবিমান চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে সুষেন গুপ্তা (susen gupta)নামে একজনকে বিপুল টাকা ঘুষ দেওয়া হয়েছিল। সুষেনকে ভারতীয় মুদ্রায় প্রায় ৬৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। যার জন্য তৈরি করা হয়েছিল নকল রশিদ। সিবিআই ও ইডির তদন্তকারীদের হাতে সেই তথ্য থাকলেও তারা বিষয়টি নিয়ে আর এগোয়নি।

বিজেপি নেতা আরও বলেন, রাহুল গান্ধী সবই জানতেন। কারণ মনমোহন সিং (monmohan) প্রধানমন্ত্রী হলেও তাঁকে চালনা করতেন রাহুল ও সোনিয়া (rahul and sonia)। রাফাল দুর্নীতি নিয়ে সবকিছু জেনেও রাহুল বিজেপির বিরুদ্ধে কুৎসা করে গিয়েছিলেন। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। পরিকল্পনা করেই এই প্রচার চালিয়েছিলেন রাহুল। এটা ছিল কংগ্রেসের এক পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles