🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Kazakhstan: রান্নার গ্যাসের দাম বাড়িয়ে কাজাখ সরকার পড়ল হুড়মুড়িয়ে

By Political Desk | Published: January 5, 2022, 9:02 pm
Ad Slot Below Image (728x90)

রান্নার গ্যাসের দাম বাড়িয়েই সরকারটা হুড়মুড়িয়ে পড়ে গেল। কাজাখস্তান জ্বলছে বিক্ষোভে। গুলি হামলা চলছে। মধ্য এশিয়ার জ্বালানি সমৃদ্ধ দেশে চরম অস্থিরতা।

জ্বালানির মূল্যবৃদ্ধির জেরে কাজাখাস্তানে চরম বিক্ষোভ। দেশটির সরকারের পতন ঘটেছে।কাজাখাস্তানের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, বুধবার দেশটির প্রধানমন্ত্রী আসকার মমিনের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। 

কাজাখাস্তানের সব শহরে বিক্ষোভকারীরা সরকারি ভবনে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। বিক্ষোভের ঘটনায় প্রায় ১০০ জন পুলিশ সদস্য জখম।

রাজধানী আলমাটি শহরে মেয়রের ভবনে আগুন জ্বলছে। টিয়ার গ্যাস ও গ্রেনেড দিয়েও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পারেনি দেশটির নিরাপত্তা বাহিনী। ব্যাংক, স্টোর এবং রেস্টুরেন্টে হামলা চলছে।   বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার।কাজাখস্তান স্বরাষ্ট্র মন্ত্রক বলছে, হামলার ঘটনায় পুলিশ অন্তত ২০০ জনকে আটক করেছে। 

গত শনিবার এলপিজির দাম দ্বিগুণের বেশি বাড়ানো হয়। এরপর দিনদেশটির পশ্চিমাঞ্চলের তেলসমৃদ্ধ প্রদেশ মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু হয়। পরে এই বিক্ষোভ আলমাটি সহ দেশটির অন্যত্র ছড়িয়ে পড়ে। 

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles