🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

KMC Election: কলকাতায় বিপুল কর ছাড় প্রতিশ্রুতি দিচ্ছে BJP

By Kolkata24x7 Desk | Published: December 17, 2021, 1:37 pm
Kmc election tax free issue suvendhu adhikari
Ad Slot Below Image (728x90)

News Desk: কলকাতা পুর নিগমের (KMC election)  ভোটে রাজ্যের বিরোধী দল বিজেপির প্রতিশ্রুতি কর ছাড়। আয় অনুসারে একাধিক শ্রেণিতে মহানগরে বসবাসকারী বাড়ির মালিকদের প্রতি বিজেপির বার্তা দল পুর নিগমে ক্ষমতায় এলে কর ছাড়ের ক্ষেত্রে আসবে বিপুল পরিবর্তন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপি কলকাতা পুরসভা নির্বাচনে জিতে পুর বোর্ড গঠন করলে বাড়ির মালিকদের স্ক্যোয়ার ফিট অনুযায়ী কর দিতে হবে না।

শুভেন্দু অধিকারী বলছেন,শহরে যেসব মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত বাড়ির মালিক রয়েছেন তাদের উপর স্ক্যোয়ার ফিট অনুযায়ী বাড়ির কর চাপানো হবে না। কর বকেয়া থাকলেও কোন বাড়ি নিলাম করা হবে না।

তিনি বলেন, পুরনো বাড়ির মালিকদের উপর অত্যধিক করের বোঝার বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং কোনও বাড়তি করের বোঝা চাপানো হবে না।

বিরোধী দলের নেতা বলেন, যাদের বাড়িতে কোন ভাড়াটে নেই বা ব্যবসায়িক কাজে বাড়ি ব্যবহার হচ্ছে না সেইসব মালিকদের বর্তমানের তুলনায় অনেক কম কর দিতে হবে। একইসঙ্গে তিনি বস্তিবাসীদের জন্য কর ছাড়ের ঘোষণাও করেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles