🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Kolkata: শীতের দুপুরে হাই তুলতে গিয়ে হেঁচকি খেলেন বাম নেতারা, বলি হচ্ছে কী!

By Kolkata24x7 Desk | Published: December 21, 2021, 2:35 pm
CPIM
Ad Slot Below Image (728x90)

News Desk, Kolkata: ভাবা যাচ্ছে না, বুঝলেন! এটা কি স্বপ্ন নাকি! পূর্ব বর্ধমান থেকে বাঁঁকুড়়া, বীরভূমের রাঙা মাটি ছুঁয়ে মোবাইল তরঙ্গে সুদূর দার্জিলিং, আলিপুরদুয়ার জেলায় বাম নেতাদের যাদের সঙ্গেই যোগাযোগ করা হলো, প্রায় সবাই চমকে গেছেন। ততক্ষণে বিশ্লেষণে আরও স্পষ্ট রাজধানীতে বিরোধী হয়েছে ভোটের ভাঁড়ে এতদিন মা ভবানী থাকা সিপিআইএম। রক্তক্ষরণ কিছুটা কম। 

কলকাতা পুরনিগমের ভোট ফলাফলে রাজ্যের বিরোধী দল হিসেবে লজ্জা পেল বিজেপি। ভোট প্রাপ্তি ও শতাংশের হারে তারা নেমেছে তিন নম্বরে। চমকে দেওয়া ফলাফল বামফ্রন্ট ও কংগ্রেস দুই শিবিরের। পুরনিগমের সবকটি বরো-তে বিজেপি বিরাট ধাক্কা খেল। ১৪টি বরোতে বামফ্রন্ট দ্বিতীয়। শাসক তৃণমূল কংগ্রেস প্রথম।

লোকসভা,বিধানসভা, ও বিধানসভা উপনির্বাচনে শূন্য হয়ে যে ভয়াবহ বিপর্যয়ে পড়েছিল রাজ্যের একদা সাড়ে তিন দশকের শাসক দল সিপিআইএম, পুর নিগমের ভোটে তাদের উত্থান।

বেলা গড়াতেই ভোট পরিসংখ্যানে বামেদের উত্থান ধরা পড়তে থাকে। হিসেব বলছে কলকাতা পুর নিগমে সিপিআইএমের ভোট বেড়েছে প্রায় ৯ শতাংশ। প্রধান বিজেপির ভোট কমেছে ২৩ শতাংশের মতো। শুধু তাই নয়, বরোগুলিতে বামেরা দ্বিতীয়। (বেলা ১.৪৫ পর্যন্ত)

পরিস্থিতি এমন দেখে সিপিআইএমের রাজ্য দফতরে যেন ঝটকা লেগেছে। ২০১১ সালের পর থেকে শীতঘুমে চলে যাওয়া বাম নেতৃত্বের অভ্যাস মতো দুপুরের হাই তোলা বন্ধ। আধখানা হাই তুলেই যেন হেঁচকি উঠে আসছে। বলি হচ্ছে টা কী?এও কি সম্ভব নাকি। আড়মোড়া ভাঙা বাম নেতারা যেন খোলস ত্যাগ করতে চাইছেন।

এর পর কী হবে?
চটকা ভাঙা সিপিআইএম নেতাদের বেশিরভাগই বললেন শিলিগুড়িতে মমতা না ধাক্কা খান।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles