🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Bipin Rawat Last Rites: আজ সস্ত্রীক রাওয়াতের শেষকৃত্য

By Entertainment Desk | Published: December 10, 2021, 11:26 am
cds-bipin-rawat-and-his-wife
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, নয়াদিল্লি : সিডিএস জেনারেল বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াত সহ ১৩ জন সেনা বাহিনীর কর্মী বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে সেনাবাহিনীর Mi-17V5 হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের মরদেহ দিল্লি পৌঁছায়। শুক্রবার দিল্লির ব্রার স্কয়ারের শ্মশানে নিহত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে৷ তাঁর আগে দিল্লির বাসভবনে নিয়ে যাওয়া হয় রাওয়াত দম্পতির কফিনবন্দি দেহ৷ সেখানেই তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হবে (Bipin Rawat Last Rites)৷

বৃহস্পতিবার রাতেই তামিলনাড়ু থেকে বিপিন রাওয়াত সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৩ জনের দেহ দিল্লির পালম এয়ার বেসে নিয়ে আসা হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ সেনাবাহিনীর শীর্ষ কর্তারা সেখানেই তাঁদের শেষ শ্রদ্ধা জানান৷ রাতে দিল্লির সেনা হাসপাতালেই বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর মরদেহ রাখা ছিল৷

সেনবাহিনীর তরফে জানানো হয়েছে, এদিন সাধারণ মানুষও নিহত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কামরাজ মার্গের বাড়িতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন৷ বেলা ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে৷ এরপর বেলা সাড়ে ১২টা থেকে এক ঘণ্টা নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাবেন৷ কামরাজ মার্গের বাড়িতে গিয়েই বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালরা৷

বেলা ২টোয় কালরাজ মার্গের বাড়ি থেকে বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর কফিনবন্দি দেহ শ্মশানের উদ্দেশে নিয়ে যাওয়া হবে৷ দিল্লি পুলিশ জানিয়েছে, রাজাজি মার্গ, তিন মূর্তি চক, ১১ মূর্তি, সর্দার পটেল মার্গ এবং ধওলা কুঁয়া হয়ে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কয়ারে পৌঁছবে তাঁদের ২ জনের দেহ৷ আন্যদিকে, তামিলনাড়ুর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত আর এক সেনা কর্তা এবং বিপিন রাওয়াতের ডিফেন্স অ্যাসিস্ট ব্রিগেডিয়ার লখিন্দর সিং লিডারের শেষকৃত্যও এ দিন সকাল ৯.১৫ মিনিটে দিল্লি ক্যান্টনমেন্টের একই শ্মশানে সম্পন্ন হয়৷

প্রসঙ্গত, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ১৩ জনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ৪ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে৷ তার মধ্যে রয়েছেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা, ব্রিগেডিয়ার এল এস লিডার এবং ল্যান্সনায়ের বিবেক কুমার৷ দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং বেঙ্গালুরুর এয়ার ফোর্স ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি রয়েছেন৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles