🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Weather Update: শীত নেই, অস্বস্তিকর আবহাওয়ায় নাস্তানাবুদ মানুষ

By Kolkata24x7 Desk | Published: November 23, 2021, 12:26 pm
city kolkata
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, কলকাতা: অগ্রহায়ণের শুরু হয়ে গিয়েছে। কিন্তু শীতের লেশমাত্র নেই। উল্টে বিশ্রী গরম অনুভূত হচ্ছে রাজ্যে। সৌজন্যে বঙ্গোপসাগরের উপর উচ্চ্চাপ বলয়। এটি উত্তর – পশ্চিমী বায়ুকে আটকে দিয়েছে। বেড়েছে গরম। তৈরি হয়েছে বৃষ্টির সম্ভাবনা।

বৃষ্টি থেকে রেহাই নেই দক্ষিনবঙ্গের। হেমন্তের ঠান্ডা ভাব পেরিয়ে হাজির গরম। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুর, হুগলী, নদিয়ায়। হালকা বৃষ্টি হবে, তবে বেশি সমস্যা তৈরি করবে অস্বস্তিকর আবহাওয়া। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

এই সপ্তাহের শেষে দিকে ফের শীতের অনুভূতি মিলতে পারে। তবে আপাতত জমিয়ে কনকনে শীতের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি৷ তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। এদিকে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতেই প্রচুর পরিমাণে গরম বাতাস ঢুকে পড়ছে রাজ্যে।

kolkata city

এর ফলেই স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়েছে তাপমাত্রার পারদ। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি, দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৪৩ শতাংশ। বুধবার থেকে তা কমতে পারে।

আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উচ্চচাপের প্রভাবে বৃষ্টি হলেও তা বিশেষ ভাবে কপালে ভাঁজ ফেলার মতো নয়। বরং বৃষ্টির হাত ধরে শীতের প্রবেশ ঘটতে পারে। এক লাফে পারদ পতনেরও সম্ভাবনা রয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles