🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Madan Mitra: বিরোধীদের সাবধানে রাস্তায় যাতায়াতের হুঁশিয়ারি মদনের

By Suparna Parui | Published: November 9, 2022, 12:24 pm

কালারফুল মদন মিত্রের(Madan mitra) মুখে এবার চরম হুঁশিয়ারি। নন্দকুমারের সমবায় সমিতির নির্বাচনে হাত মিলিয়ে তৃণমূলকে পরাজিত করেছে বাম ও বিজেপি। একযোগে এবার দুই দলের বিরুদ্ধে তোপ দাগলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এমনকি বিরোধীরা কখন কোথায় টপকে যাবেন, এই‌ বলেও‌ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।  বেলঘড়িয়ার জনসভা থেকে মদন মিত্র বিরোধী পক্ষের উদ্দেশ্যে বলেন,” বিজেপি-সিপিএম যদি মনে করে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Madan Mitra: বিরোধীদের সাবধানে রাস্তায় যাতায়াতের হুঁশিয়ারি মদনের

Ad Slot Below Image (728x90)

কালারফুল মদন মিত্রের(Madan mitra) মুখে এবার চরম হুঁশিয়ারি। নন্দকুমারের সমবায় সমিতির নির্বাচনে হাত মিলিয়ে তৃণমূলকে পরাজিত করেছে বাম ও বিজেপি। একযোগে এবার দুই দলের বিরুদ্ধে তোপ দাগলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এমনকি বিরোধীরা কখন কোথায় টপকে যাবেন, এই‌ বলেও‌ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

বেলঘড়িয়ার জনসভা থেকে মদন মিত্র বিরোধী পক্ষের উদ্দেশ্যে বলেন,” বিজেপি-সিপিএম যদি মনে করে এটাকেও নন্দকুমার বানাবে, তাহলে রাস্তায় সাবধানে যাবেন’। তাঁর সংযোজন,’আমি থ্রেট করছি না, একটু সাবধানে রাস্তায় যাতায়াত করবেন। রাস্তায় খানা-খন্দ-বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন’। তৃণমূল বিধায়কের মুখে জনসম্মুখে এধরনের মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনের ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী বাম-বিজেপি জোট। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে গড়ে তোলা হয়ে সমবায় বাঁচাও মঞ্চ। সেখানে ৬৩ টি আসনে প্রার্থী দিয়েছিল বাম ও বিজেপি। তৃণমূল সব আসনে প্রার্থী দিতে না পারায় আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট। 

নন্দকুমার এ বাম বিজেপি জোটের বড় জয়ের পর রাজ্য রাজনীতিতে উঠেছে বাম ও রামের জোটের প্রসঙ্গ। ইতিমধ্যেই সমস্ত দলগুলিকে একজোট হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ‘তৃণমূল ভার্সেস আমরা সবাই’ এই বলে দাবিও জানিয়েছেন তিনি৷ তাঁর কথায়,’ তৃণমূলকে বাদ দিয়ে আমাদের সঙ্গে যারাই আসবে, আমরা সবাইকে নিয়ে তৃণমূলকে হারাতে চাই৷ নীচু স্তরে কোনও বুথে যদি কেউ অন্য কারও সবাইকে নিয়ে তৃণমূলকে হারাতে চাই৷ নীচু স্তরে কোনও বুথে যদি কেউ অন্য কারও সমর্থন নিয়ে তৃণমূলকে হারাতে পারে, তাহলে আমরা তার সঙ্গে আছি’। নন্দকুমার এ বাম-বিজেপি জোট জিতলেও বিষ্ণুপুরে বিজেপি সংসদ সৌমিত্র খাঁ এর তরফে দেওয়া প্রস্তাবে মোটেই রাজি নয় বাম-কংগ্রেস।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Madan Mitra: বিরোধীদের সাবধানে রাস্তায় যাতায়াতের হুঁশিয়ারি মদনের

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles