🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Mamata Banerjee reacts: অমাবস্যার বাজেট, পুরো লোকসান: মমতা

By General Desk | Published: February 1, 2023, 2:37 pm

এতে আশার আলো নেই। অন্ধকারের অমাবস্যা আছে। পুরোটাই গরীবদের বিরুদ্ধে বাজেট। প্রত্যাশিত মতো বিরোধী শিবির থেকে বাজেট সমালোচনায় এরকমই প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mamata Banerjee reacts: অমাবস্যার বাজেট, পুরো লোকসান: মমতা

Ad Slot Below Image (728x90)

Mamata Banerjee

এই বাজেট নট ফিউচাররিস্টিক, এটা অপারচুনিস্টিক। এতে আশার আলো নেই। অন্ধকারের অমাবস্যা আছে। পুরোটাই গরীবদের বিরুদ্ধে বাজেট। প্রত্যাশিত মতো বিরোধী শিবির থেকে বাজেট সমালোচনায় এরকমই প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বুধবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানে একাধিক কর ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি। এতে সারা দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। তবে পশ্চিমবঙ্গের মু়খ্যমন্ত্রী বলেন এই বাজেটে আশার আলো নেই। এই বাজেট অপারচুনিস্টিক। মমতা বলেন, সারা দেশে বলছে স্বনির্ভর গোষ্ঠী ৮১ লক্ষ করব। কিন্তু সেটা তো কেন্দ্র করে না করে তো রাজ্য। আমরা যখন ক্ষমতায় আসি, এখানে ছিল ১ লক্ষ। আমরা ১১ বছরে করেছি ১১ লক্ষ। রাজ্যগুলো যা করে সেটাকে যুক্ত করে বলছে। তোমার ক্রেডিট কোথায়?

কেন্দ্রের কাছে মমতার প্রশ্ন, কী করেছ কৃষকের জন্য? কী করেছ আইসিডিএসদের জন্য? কী করেছ বেকারদের জন্য? জিনিসপত্রের দাম এখন আকাশ ছোঁয়া। তার জন্য কী করেছ? বাজেটের নামে দরিদ্র হয়েছে বঞ্চিত। একাংশ হয়ে লাভবান। সেটাও ওই স্ল্যাবের নামে মুদ্রাস্ফীতি যা বেড়েছে তাতে লাভ নেই। পুরোটাই লোকসান।

মমতা বলেন, আজ অবধি কোনও কথা রাখতে পেরেছে কেন্দ্রীয় সরকার? প্রথমবার ক্ষমতায় আসার পর মানুষকে বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। পেয়েছেন কেউ? বলেছিল ২ কোটি লোকের চাকরি দেওয়া হবে। সাধারণ মানুষের কথা ভাবেনি। আমি এখনও মনে করি মাটির ঘরেই জ্বলে আলো।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mamata Banerjee reacts: অমাবস্যার বাজেট, পুরো লোকসান: মমতা

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles