🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Mamata Banerjee: স্বামীকে পেয়ে আদৌ লাভবান হবেন মমতা ? প্রশ্ন ঘুরছে তৃণমূলেই

By Kolkata24x7 Desk | Published: November 24, 2021, 8:19 pm
subramanian swamy
Ad Slot Below Image (728x90)

News Desk: না আঁচালে বিশ্বাস নেই! এমনই যুক্তি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। তবে দলনেত্রীর ভয়ে পুরো মুখ খুলতে নারাজ মহানগর থেকে মফ:স্বলের নেতৃত্ব। মোবাইলে খবরের আপডেট দেখতে দেখতেই দিদি (Mamata Banerjee) ঘনিষ্ঠ জেলাস্তরের নেতা যিনি দেশের বিভিন্ন খবরে নিজেকে জড়িত রাখেন বললেন, পুরো বিশ্বাস করা যাচ্ছে না। যা বিতর্কিত বয়ান দেন সুব্যহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।

তৃণমূল কংগ্রেসে যেভাবে ‘হেভিওয়েট’ অন্তর্ভুক্ত হচ্ছেন তা কি আদৌ টিকবে? জবাবে জবরদস্ত টিএমসি নেতার আকুক্তি, প্লিজ রেকর্ড করবেন না। বিশ্বাস করেই বলছি এ যেন ভোটের আগে বিজেপিতে যোগদান পর্বের মতো লাগছে। আরো যে সব বিধায়করা বিরোধী দল ছেড়ে আসবেন তাদের সামলাতেই তো কালঘাম ছুটে যাবে। মিলিয়ে নেবেন, লোকসভা ভোটের আগে ফের দলত্যাগ ভাইরাসে আক্রান্ত হব আমরা।

দিল্লি সফরে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কংগ্রেস থেকে কীর্তি আজাদকে টেনে নিলেন। হেভিওয়েট নাম। এবার বিজেপির বিতর্কিত নেতা সুব্রাহ্মণ্যম স্বামী ঝুঁকে পড়েছেন মমতার দিকে। বারবার নিজের দল বিজেপিকেই বিভিন্ন ইস্যুতে ‘বিপদে’ ফেলা স্বামীর হঠাৎ মমতা সাহচর্য নিয়ে টিএমসি অভ্যন্তরে চাঞ্চল্য।

টিএমসি মহলে ঘুরছে দীর্ঘ সময় কেন্দ্রীয় রাজনীতির বিতর্কিত বিজেপি নেতা স্বামীর বিভিন্ন বিতর্কিত মন্তব্য। উঠে আসছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দূরত্বের বিষয়টি। বিজেপির রাজ্যসভা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গে বিশেষ পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। টিএমসি মহলে চর্চা, মমতা হাড়ে হাড়ে চেনেন স্বামী কে। তিনি সবদিক বুঝেই এগোবেন। তাছাড়া স্বামী তো টিএমসিতে আসেননি বিজেপিতেই আছেন।

Subramanian Swamy

নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূল কংগ্রেস নেতার দাবি, অমন বিপজ্জনক বয়ানবাজ স্বামীকে ছেড়ে দিতে পারলে বিজেপি সবথেকে খুশি হবে। কিন্তু স্বামীর মন্তব্যটা দেখেছেন, কী মারাত্মক কূটনৈতিক লোক! উনি আছেন আবার নেইও।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন ‘মমতার পাশেই আছি। আলাদা ভাবে দলবদল করার কোনও প্রয়োজন নেই।’

স্বামীর এই মন্তব্যের পরেই রাজধানীর রাজনীতিতে হইচই পড়েছে। তেমনই বঙ্গ রাজনীতিতে শোরগোল। তবে টিএমসি রাজ্য ও জেলাস্তরের নেতাদের মনে আশঙ্কার প্রশ্ন ‘বয়ানবাজ’ স্বামী কে পাশে পেয়ে আদৌ লাভবান হবেন নেত্রী?

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles