🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Manipur: অনেক নেতার সঙ্গে জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে, মুখ্যমন্ত্রীর মন্তব্যে আলোড়ন

By Kolkata24x7 Desk | Published: December 13, 2021, 2:55 pm
N.Biren Singh
Ad Slot Below Image (728x90)

News Desk: নাগাল্যান্ডে জঙ্গি সন্দেহে খনি শ্রমিকদের গুলি করে মারার পর থেকেই কেন্দ্রের কাছে আফস্পা আইন প্রত্যাহারে চাপ বাড়ছে। এই প্রেক্ষিতে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মনিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Biren Singh)। তিনি বলেছেন, এমন কিছু রাজনৈতিক নেতা আছেন যারা সরাসরি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ রাখেন।

সোমবার মনিপুরে পালিত হয় ঐতিহাসিক নুপি লান (Nupi Lan) আন্দোলনের দিন। মনিপুরি মহিলারা ব্রিটিশ পুলিশ ও রক্ষীদের অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন। ১৯০৪ ও ১৯৩৯ সালে দু’দফায় মণিপুরি মহিলাদের এই রণমূর্তি প্রবল আকার নিয়েছিল। আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মনিপুরের কমিউনিস্ট নেতা ইরাবত সিং (Hijam Irabot Singh)। সেই আন্দোলনের দিনটি রাজ্য সরকার পালন করছে।

নুপি লান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং যেভাবে রাজনৈতিক নেতাদের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংযোগের বিষয়টি প্রকাশ্যে এনেছেন তাতে আলোড়িত উত্তর পূর্বের রাজনৈতিক মহল।

উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠনগুলির যোগাযোগ রাজনৈতিক মহলে রয়েছে এমন অভিযোগ দীর্ঘদিনের। মনিপুরের মুখ্যমন্ত্রীর মন্তব্যে যেন ঝুলি থেকে বিড়াল বেরিয়ে এসেছে।

উত্তর পূর্বাঞ্চলের বিজেপির অন্যতম নেতা এন বীরেন সিং। তাঁর নেতৃত্বে মনিপুরে বিজেপি জোট সরকার চলছে।

মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, যে যে নেতার সঙ্গে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের সংযোগ আছে তারা নিজেদের সংযত করুন। প্রশাসন ও পুলিশকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।

তিনি কোনও নেতার নাম করেননি। তবে জনসভা থেকে পুলিশকে সতর্ক থাকতে বলায় বিতর্ক তুঙ্গে। প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী কোন নেতাদের কথা বলছেন।মনিপুর থেকে এই বিতর্ক অন্যান্য রাজ্যগুলিতেও ছড়াচ্ছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles