🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Hema Malini : রাস্তাঘাট ‘ড্রিম গার্লে’র গালের মত মসৃণ করা শপথ মন্ত্রীর

By Kolkata24x7 Desk | Published: December 21, 2021, 7:45 pm
Hema Malini
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, মুম্বই:  তিনি অভিনয় জগৎ থেকে সরে এসেছেন অনেকদিন আগেই। বয়সও হয়েছে রীতিমতো। কিন্তু বলিউড অভিনেত্রী হেমা মালিনীর (Hema Malini) জনপ্রিয়তা এখনও যে এতটুকু কমেনি তার প্রমাণ মিলল শিবসেনা তথা মহারাষ্ট্রের জল সরবরাহ মন্ত্রীর করা মন্তব্যে।

শিবসেনা নেতা গুলাবরাও পাটিল (gulabrao patil) নিজের এলাকার রাস্তাঘাটের কথা বলতে গিয়ে টেনে আনলেন বলিউড অভিনেত্রী তথা বিজেপি সাংসদ (bjp mp) হেমা মালিনীর (hema malini) কথা। যদিও এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি করেছে। শিবসেনা (shibsena leader) নেতা গুলাবরাও বলেছেন, তাঁর এলাকার রাস্তাঘাট হেমা মালিনীর গালের মতোই মসৃণ।

গুলাবরাওয়ের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হলেও তাঁর পাশে দাঁড়িয়েছেন দলের সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউত। জানা গিয়েছে, মহারাষ্ট্রের বোদওয়াদ নগর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এক সভায় ভাষণ দিচ্ছিলেন গুলাবরাও। সেখানেই তিনি নিজের এলাকার উন্নয়নের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমি এই এলাকার দীর্ঘ ৩০ বছরের বিধায়ককে চ্যালেঞ্জ করছি, দয়া করে একবার আমার জেলা জলগাঁওয়ে আসুন। দেখুন সেখানকার রাস্তাঘাট কেমন। জলগাঁওয়ের রাস্তাঘাট যদি হেমা মালিনীর গালের মত মসৃণ না হয় তবে আমি রাজনীতি ছেড়ে দেব।

গুলাবরাওয়ের এই মন্তব্যের রীতিমত সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলেছেন, হেমামালিনী অনেকদিন আগেই অভিনয় ছেড়েছেন। তিনি যথেষ্ট প্রবীণ একজন নেত্রী। তাঁর সম্পর্কে এ ধরনের মন্তব্য খুবই নিম্নরুচির পরিচয়। তবে সমালোচনা হলেও তা গায়ে মাখতে রাজি নন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি পাল্টা বলেছেন, এটা হেমা মালিনীর প্রতি অশালীন নয় বরং একটি সম্মানজনক মন্তব্য। এই কথা আগেও বলা হয়েছে। এর আগে আরজেডি নেতা লালু প্রসাদ যাদবও হেমা মালিনীর গাল নিয়ে একই মন্তব্য করেছিলেন। তাই এই মন্তব্যকে রুচিহীন বলার কোনও অর্থ নেই। বরং আমরা হেমা মালিনীকে সবদিক থেকেই শ্রদ্ধা করি।

বিষয়টি শোনার পর হেমা মালিনী বলেন, একজন জনপ্রতিনিধির সম্পর্কে এ ধরনের মন্তব্য করা অনুচিত। শেষ পর্যন্ত বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে পড়ে গুলাবরাও তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles