বছর শুরুতেই বাংলায় আসতে পারেন মোদী
Ad Slot Below Image (728x90)
নিউজ ডেস্ক: কলকাতা : নতুন বছরেই ফের বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ এক অনুষ্ঠান আয়োজনের কথা। বিশেষ অনুষ্ঠানেই যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে,কলকাতা পুরভোটে পর্যুদস্ত হয়েছে বিজেপি। আাগামী বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেই হবে রাজ্যের বকেয়া পুরসভাগুলির নির্বাচন। কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে ইতিমধ্যেই সেকথা জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এবার বকেয়া পুরভোটের প্রচারে বিশেষ জোর দিতে চায় বিজেপি। কারণ, বঙ্গ বিজেপি নেতৃত্বকে কলকাতা পুরভোটে সেভাবে কোমর বেঁধে প্রচার চালাতে দেখা যায়নি। দলীয় বৈঠকে প্রচারবিমুখ নেতাদের ধমক দিয়েছিলেন খোদ অমিত মালব্য। সংগঠনকে চাঙ্গা করতে এবার আগামী ৯ জানুয়ায়ি বঙ্গে আসতে পারেন জে পি নাড্ডা। তার আগে আগামী ২৭ ডিসেম্বর বি এল সন্তোষেরও বাংলায় আসার কথা।
[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

