🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Murder of Renjith: বাইকে লেগে থাকা রক্তের দাগ ধরিয়ে দিল বিজেপি নেতার খুনিদের

By Kolkata24x7 Desk | Published: December 21, 2021, 7:56 pm
Murder of Renjith
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: শেষ পর্যন্ত বাইকে লেগে থাকা রক্তের (blood) দাগ ধরিয়ে দিল খুনিদের। গত শনিবার রাতে কেরলে (keral) কুপিয়ে খুন করা হয়েছিল এসডিপিআই (sdpi leader) নেতা কে এস শানকে। ওই ঘটনার কয়েক ঘণ্টা পরেই রবিবার ভোরে নিজের বাড়িতে খুন হন বিজেপি নেতা রঞ্জিত শ্রীনিবাসন (Murder of Renjith)। ওই বিজেপি নেতা খুনের ঘটনায় মঙ্গলবার চার এসডিপিআই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, রাজনৈতিক প্রতিশোধ নিতেই বিজেপি নেতাকে খুন করেছে এসডিপিআই কর্মীরা।

আলাপ্পুঝা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি নেতা রঞ্জিত শ্রীনিবাসনের খুনের সঙ্গে ওই চারজন যুক্ত ছিল। অভিযুক্তদের বাইকে রক্তের দাগ লেগে ছিল। ওই রক্তের দাগই অভিযুক্তদের চিহ্নিত করতে সাহায্য করেছে। বিজেপি নেতা খুনের ঘটনায় অপর অভিযুক্তদের ধরতে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, শনিবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি শানের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্রের কোপে দুষ্কৃতীরা শানকে গুরুতর জখম করে। হাসপাতালে ভর্তি করা হলেও রবিবার ভোরেই তাঁর মৃত্যু হয়। শানের উপর আক্রমণের ঘটনার খবর পাওয়ার পরেই দলের সভাপতি এমকে ফইজি দাবি করেন, এই ঘটনার সঙ্গে আরএসএস কর্মীরা জড়িত। কয়েক ঘন্টা পরেই রবিবার ভোরে বিজেপি নেতা রঞ্জিত যখন প্রাতঃভ্রমণে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিলেন সে সময় বাড়িতেই তাঁকে খুন করে দুষ্কৃতীরা।

সিসি টিভির ফুটেজে দেখা যায়, ৬টি বাইকে করে ১২ জন দুষ্কৃতী এসেছিল রঞ্জিতের বাড়ির সামনে। সিসিটিভির ফুটেজে কয়েকটি বাইকের নম্বর প্লেট ধরা পড়ে। সেই নম্বর প্লেট ধরেই শুরু হয় তল্লাশি। খোঁজ মেলে বাইকগুলির। শুধু তাই নয়, দেখা যায় ওই বাইকগুলিতে রক্তের দাগ লেগে আছে। যে সমস্ত ব্যক্তিদের বাইকে রক্তের দাগ লেগেছিল তাদের প্রথমে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা রঞ্জিতকে খুনের কথা স্বীকার করলে তাদের গ্রেফতার করে পুলিশ।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles