🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Nadia: টাকা কি হাতের মোয়া? মেঘ দে, পানি দে’র মতো টাকা দে: মমতা

By Suparna Parui | Published: November 10, 2022, 4:12 pm

নদীয়া(Nadia) জেলার সফরে প্রশাসনিক বৈঠক থেকে পিডব্লুডির কাজে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।পুর্ত দফতরকে হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দেন, বেসরকারি হোক বা সরকারি সংস্থা এবার সার্কিট হাউসের কাজ নিজেদের টাকাতেই মেটাতে হবে। কারণ সরকার আর একটা টাকাও দেবে না। নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কাজ করতে হবে।  মুখ্যমন্ত্রী বলেন, কৃষ্ণনগরে ১০০ বছরের পুরনো সার্কিট হাউস ভেঙে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Nadia: টাকা কি হাতের মোয়া? মেঘ দে, পানি দে’র মতো টাকা দে: মমতা

Ad Slot Below Image (728x90)

Mamata Banerjee

নদীয়া(Nadia) জেলার সফরে প্রশাসনিক বৈঠক থেকে পিডব্লুডির কাজে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।পুর্ত দফতরকে হুঁশিয়ারি দিয়ে সাফ জানিয়ে দেন, বেসরকারি হোক বা সরকারি সংস্থা এবার সার্কিট হাউসের কাজ নিজেদের টাকাতেই মেটাতে হবে। কারণ সরকার আর একটা টাকাও দেবে না। নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কাজ করতে হবে। 

মুখ্যমন্ত্রী বলেন, কৃষ্ণনগরে ১০০ বছরের পুরনো সার্কিট হাউস ভেঙে পড়েছে। এই হাউস তৈরির জন্য পূর্ত দফতরের পিডব্লুডিকে ২ কোটি টাকা দেওয়া হয়েছিল। কাজ শেষ হওয়ার পর দেখা যায় ছাদ ভেঙে পড়েছে।এখন ছাদ সারাইয়ের জন্য আরও ৭১ লক্ষ টাকা চাওয়া হচ্ছে। 

মুখ্যমন্ত্রী বলেন, টাকা কী হাতের মোয়া? মেঘ দে, পানি দের মতো টাকা দে।   

টেন্ডারের টাকা দিয়ে কাজ শেষ করার নির্দেশ দিছেন তিনি। সরকার টাকা দেবে না বলেও জানিয়েছেন তিনি। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। 

যদিও পূর্ত দফতরের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য নতুন কিছু নয়। এর আগে বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত বীরসিংহ ভগবতী বিদ্যালয়ের ছাত্রাবাসের পুরনো মাটির ভবনটিকে হেরিটেজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরে সেটি ভেঙে পড়তেই সরাসরিই বলেছিলেন, ‘এত খাঁই কেন?’

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Nadia: টাকা কি হাতের মোয়া? মেঘ দে, পানি দে’র মতো টাকা দে: মমতা

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles