🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Netai massacre: এক যুগ পর জামিনে মুক্ত নেতাই গণহত্যার দুই অভিযুক্ত

By General Desk | Published: February 2, 2023, 10:11 pm

প্রায় এক যুগ পর জামিনে ছাড়া পেলেন নেতাই গণহত্যার (Netai massacre) অন্যতম অভিযুক্ত ডালিম পাণ্ডে এবং তপন দে। মঙ্গলবার দুই জনকেই জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Netai massacre: এক যুগ পর জামিনে মুক্ত নেতাই গণহত্যার দুই অভিযুক্ত

Ad Slot Below Image (728x90)

Dalim Pandey and Tapan Dey

প্রায় এক যুগ পর জামিনে ছাড়া পেলেন নেতাই গণহত্যার (Netai massacre) অন্যতম অভিযুক্ত ডালিম পাণ্ডে এবং তপন দে। মঙ্গলবার দুই জনকেই জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার মেদিনীপুরের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন তাঁরা৷ এদিন সন্ধ্যায় সংশোধনাগারে দুই জনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিপি(আই)এম কর্মীরা।

অন্যদিকে, জামিনে মুক্তি পেয়েছেন সিপি(আই)এমের অন্যতম নেতা অনুজ পাণ্ডে৷ কিন্তু মুক্তির নির্দেশনামা না এসে পৌঁছানোর কারণে মুক্তি পাননি তিনি৷ তবে বাকি দুই নেতার বক্তব্য, সিপিএম করার দরুন চক্রান্ত করে দীর্ঘ সময় ধরে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। এখন দলের নির্দেশ মেনেই কাজ করবেন তাঁরা।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাই গণহত্যার ঘটনা রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়িয়েছিল। ঘটনায় ৪ মহিলা সহ ৯ জনের মৃত্যু হয়েছিল। আহত হন ২৮ জন৷ সেই সময় ধরমপুর এলাকার লোকাল কমিটির সম্পাদক অনুজের ঘনিষ্ঠ ছিলেন তাঁরা। ঘটনার পর থেকেও গা ঢাকা দিয়েছিল দুই জন। পরে ২০১৪ সালে তাঁদের গ্রেফতার করা হয়।

দীর্ঘ সময় পর জামিনে মুক্ত হতেই এদিন তাঁদের স্বাগত জানাতে উপস্থিত হন সিপি(আই)এম কর্মীরা৷ তাতেই তাঁরা আপ্লুত৷ নেতাই আন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দুরত্ব বেড়েছে। নাম না করেই জানিয়েছিলেন ১২ বছর পর যারা জেল থেকে বেরোচ্ছেন তাঁরা লালঝাণ্ডা যেন আর না ধরেন। বিষয়টি নিয়ে শুভেন্দুকে বিশেষ আমল দিতে নারাজ ডালিম ও তপন। বিজেপি ও তৃণমূল একে অপরের পরিপুরক বলে জানিয়েছেন তাঁরা।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Netai massacre: এক যুগ পর জামিনে মুক্ত নেতাই গণহত্যার দুই অভিযুক্ত

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles