🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

বাংলাদেশে ঢুকে ট্রেনিং, ত্রিপুরা ফিরে আত্মসমর্পণ তিন জঙ্গির

By Sports Desk | Published: September 16, 2021, 10:55 am
nlft militants arrested
Ad Slot Below Image (728x90)

আগরতলা: ভোট যত এগিয়ে আসছে ততই উত্তর পূর্বাঞ্চলের বাংলাভাষী প্রধান ত্রিপুরায় উপজাতি জনগোষ্ঠীর মধ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তৎপরতা দেখা যাচ্ছে। বু়ধবার বাংলাদেশ থেকে গোপনে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢোকা তিন জঙ্গি আত্মসমর্পণ করে। এই ঘটনায় স্পষ্ট, প্রতিবেশি দেশের সরকার যতবারই দাবি করুক, তাদের জমিতে ভারত বিরোধী সশস্ত্র সংগঠনগুলির অস্তিত্ব বিলীন, আদৌ তা নয়।

ঢাকার দাবি ফের একবার ভুল প্রমাণ হলো। ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা বা NLFT ফের সক্রিয়। সম্প্রতি এই সংগঠনের হামলায় বাংলাদেশ সীমান্তের কাছে দুই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। জঙ্গিরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে গভীর বনাঞ্চলে ঢুকে পড়ে।

বুধবার তিন এনএলএফটি জঙ্গি আত্মসমর্পণ করেছে। ধৃতদের নাম আলিন্দ্রা রিয়াং, অনিদা রিয়াং, কুমার রিয়াং। পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারী জঙ্গিরা সশস্ত্র ছিল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পিস্তল সহ চারটি গোলা।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে তারা ২০১৯ সালে এন এল এফ টি জঙ্গিগোষ্ঠী গোষ্ঠীতে যোগ দিয়েছিল। এরপর তারা বাংলাদেশে গিয়ে এনএলএফটি ক্যাম্পে প্রশিক্ষণ নেয়। তারা

আরও জানিয়েছে, পরে তারা বুঝতে পারে ‘ত্রিপুরার স্বাধীনতা’র নামে তাদের সাথে প্রতারিত করা হয়েছে। বর্তমানে তাদের জঙ্গি সংগঠনের মারাত্মকভাবে আর্থিক সংকট চলছে।

NLFT মূলত ত্রিপুরার উপজাতি এলাকায় তাদের সংগঠন ছড়িয়েছিল ১৯৯০ দশকে। সংগঠনটির সদস্যরা সঙ্গে রাখেন ধর্মীয় প্রতীক ‘ক্রুশ’। লক্ষ্য এক হলেও NLFT সংগঠনের প্রতিপক্ষ ATTF বা অল ত্রিপুরা টাইগার ফোর্স। তবে তাদের শক্তি এখন নেই। কিন্তু NLFT তাদের সংগঠন চালিয়ে যাচ্ছে।

ত্রিপুরায় গত ২৫ বছরের বামফ্রন্ট জমানায় দুই মুখ্যমন্ত্রী দশরথ দেব ও মানিক সরকার দুটি জঙ্গি সংগঠনের বিষদাঁত ভেঙে দেন। রক্তাক্ত ত্রিপুরা হয় শান্ত। গত বিধানসভার ভোটে বাম সরকারের পতন হয়। নির্বাচনের আগে সর্বভারতীয় সংবাদপত্রে ততকালীন মু়খ্যমন্ত্রী মানিক সরকারের অভিযোগ ছিল প্রতিবেশি দেশের জমিতে সক্রিয় ত্রিপুরার জঙ্গি সংগঠনগুলি। এই মন্তব্যের জেরে নয়াদিল্লিতে স্বরাষ্ট্র ম

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles