🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

King Cobra: তেড়ে এলো শঙ্খচূড়, অবলীলায় গলায় ঝোলালেন, তারপর…!

By Sports Desk | Published: October 7, 2021, 9:56 am
old man died after being bitten by the King Cobra
Ad Slot Below Image (728x90)

নি়উজ ডেস্ক: একেবারে পোষা বেড়ালের মতো আদর করছিলেন। ভয়াল শঙ্খচূড়ের (King Cobra) মুখটা কিন্তু হাতে চাপা ছিল। আর বিরাট সাপটা গলা থেকে পুরো পেঁচিয়ে নিয়েছিল। শঙ্খচূড়ের মারাত্মক দেহের চাপ সামলেই দিব্বি খেলা দেখাচ্ছিলেন অসমের (Assam) কাছাড় জেলার বাসিন্দা রঘুনন্দন ভূমজি।

সে মারাত্মক খেলা। কাছাড় (Chachar)জেলার বিষ্ণুপুর গ্রামবাসীরা দেখেছেন নিজের চেখে। শঙ্খচূড় ও রঘুনন্দনের প্যাঁচ। তাদেরই মোবাইলে বন্দি হয়েছে বিরাট এই শঙ্খচূড় ধরার দৃশ্য। তবে একটু ভুলের জন্য আর বাঁচলেন না রঘুনন্দন ভূমজি। তাঁকে ছোবল মারল ওই সাপ।

এলাকাবাসী জানাচ্ছেন, শিলচর (Silchar) মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রঘুনন্দন ভূমজিকে মৃত বলে ঘোষণা করেন। বিরাট শঙ্খচূড় সাপটির আতঙ্ক ছাড়ায় এই এলাকায়। খবর পেয়ে আসে বনবিভাগ কর্মীরা। তারা ওই সাপটি ধরেছেন। জানা গিয়েছে বিষ গেলে নিয়ে সাপটিকে দূরবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

যেভাবে রঘুনন্দন ভূমজি ওই শঙ্খচূড় ধরেছিলেন তা দেখেই শিহরিত হন এলাকাবাসী। কিন্তু সাপ ধরার নেশায় মত্ত রঘুননন্দনের একটু অসতর্কতা ডেকে আনল মৃত্যু।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles