🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Omicrin: করোনার নয়া ভেরিয়েন্ট ঠেকাতে মধ্যরাত থেকেই কেন্দ্র চালু করছে নতুন নির্দেশিকা

By Kolkata24x7 Desk | Published: November 30, 2021, 10:10 pm
new variants of corona
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, কলকাতা: গোটা বিশ্বে করোনা পরিস্থিতি ধীরে ধীরে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্বের সব দেশেই ফিরছিল জীবনের স্বাভাবিক ছন্দ। কিন্তু গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় (south africa) করোনার নতুন ভাইরাস ওমিক্রন, (omicrin) সেই ছন্দের পতন ঘটাল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (who) ইতিমধ্যেই করোনার এই নতুন প্রজাতিকে ‘উদ্বেগজনক’ তালিকাভুক্ত করেছে। ওমিক্রন ভাইরাস যাতে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বুধবার ১ ডিসেম্বর (december) থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে।

মঙ্গলবার কেন্দ্র তার নতুন নির্দেশিকায় জানিয়েছে, ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই আরটি-পিসিআর টেস্ট করতে হবে। সেই আরটি- পিসিআর টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত বিদেশ থেকে আসা যাত্রীরা টার্মিনালের বাইরে আসতে পারবেন না। যদি ওই বিদেশিদের করোনা রিপোর্ট নেগেটিভ হয় তা হলেও তাঁদের কমপক্ষে ৭ দিন বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অষ্টম দিন তাঁদের ফের করোনা পরীক্ষা করা হবে। সেই রিপোর্ট নেগেটিভ হলে তবেই তাঁরা বাইরে আসতে পারবেন। এক্ষেত্রেও তাঁদের স্থানীয় প্রশাসনের পদস্থ আধিকারিকদের নজরদারিতে থাকতে হবে।

যদি কোনও বিদেশি যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ হয় তাহলে তাঁকে সম্পূর্ণ আইসোলেশনে থাকতে হবে। ওই ব্যক্তির সংস্পর্শে আর কারা এসেছিলেন তাদের দ্রুত চিহ্নিত করে তাঁদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে। অতি ঝুঁকিপূর্ণ বা ‘হাই রিস্ক’ বলে চিহ্নিত দেশ থেকে যে সমস্ত যাত্রীরা আসবেন তাঁদের ক্ষেত্রেও এই নিয়ম বলবৎ হবে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বৎসোয়ানা, মরিশাস, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জিম্বাবোয়ে, হংকং, ইজরায়েল এবং ইউরোপের ৪৪ টি দেশের যাত্রীদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।

করোনার নতুন ভাইরাস ঠেকাতে সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকেও সতর্ক থাকার কথা বলেছে কেন্দ্র। পাশাপাশি চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা এবং দ্রুত টিকাকরণের উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে। কেন্দ্র এদিন তার নির্দেশিকায় জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে যে সমস্ত এলাকায় বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন সেই সব এলাকায় নজরদারি বাড়াতে হবে। প্রতিটি হাসপাতালে আইসিইউ, অতিরিক্ত বেড, অক্সিজেন সরবরাহ, ভেন্টিলেটরের দ্রুত ব্যবস্থা করতে হবে

কেন্দ্র তার নির্দেশিকায় আরও জানিয়েছে, বিদেশি যাত্রীদের আগে থাকতে এয়ার সুবিধা পোর্টালে নিজেদের সম্পর্কে সমস্ত তথ্য সেল্ফ ডিক্লারেশন ফর্মের মাধ্যমে বিস্তারিত জানাতে হবে। যে সমস্ত দেশে ইতিমধ্যেই ওমিক্রনের হদিশ মিলেছে সেই সমস্ত দেশ থেকে কোনও যাত্রী বা পর্যটক ভারতে আসলে তাঁদের সম্পূর্ণ আলাদা জায়গায় রাখতে হবে। ইতিমধ্যেই কর্নাটক, মধ্যপ্রদেশের মত রাজ্যে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য এই নতুন নিয়ম চালু হয়ে গিয়েছে। কেন্দ্র আরও জানিয়েছে, এয়ারলাইন্সগুলিকে প্রতিটি ফ্লাইটের ৫ শতাংশ যাত্রীর শারীরিক পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এদিন দেশের বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা কেন্দ্রের এই নির্দেশিকা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। দেশবাসীকে রক্ষা করতে কেন্দ্রের এই নির্দেশ যথাযথভাবে পালন করা হবে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles