🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Omicron: দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক

By Kolkata24x7 Desk | Published: November 27, 2021, 10:27 pm
Omicron: Passengers from South Africa must stay in quarantine
Ad Slot Below Image (728x90)

New Desk, New Delhi: দক্ষিণ আফ্রিকায় (south africa) করোনার নতুন প্রজাতি ওমিক্রনের (Omicron) খোঁজ মিলেছে সবেমাত্র। কিন্তু এই ভাইরাস এতটাই সংক্রামক ও মারাত্মক যে ওমিক্রনকে (omicron) প্রতিরোধ করতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে গোটা বিশ্ব।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মহারাষ্ট্র (maharastra)। তাই এই রাজ্যে ওমিক্রনকে ঠেকাতে তৎপরতাও সবচেয়ে বেশি। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর (kishore pednekar) জানিয়েছেন করোনার নতুন ভাইরাসের খবরে মুম্বইয়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাই এই ভাইরাসকে ঠেকাতে দক্ষিণ আফ্রিকা থেকে আগত যাত্রীদের কোয়ারান্টাইনে যাওয়া বাধ্যতামূলক করা হল।

শুধু তাই নয়, মুম্বই বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকা থেকে আগত যাত্রীদের জেনোম পরীক্ষা করা হবে। একই সঙ্গে বিমানবন্দর ব্যবহারকারীদের সকলকে মাস্ক পরা, দূরত্ব বৃদ্ধি মেনে চলার মত সাধারণ করোনা সতর্কতা বিধিগুলি মেনে চলতে পরামর্শ দিয়েছেন মেয়র।

তবে শুধু মুম্বই নয়, নতুন ভেরিয়েন্টকে রুখতে একই রকমভাবে সক্রিয় হয়েছে গুজরাত সরকারও। গুজরাত সরকার জানিয়েছে, ব্রিটেন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইউরোপ, বাংলাদেশ, চিন নিউজিল্যান্ড এবং জিম্বাবোয়ে থেকে যে সমস্ত যাত্রীরা ফিরবেন তাঁদের বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক। কারণ তাঁরা কোন ঝুঁকি নিতে চান না। করোনার নতুন প্রজাতি যাতে কোনওভাবেই রাজ্যে ছড়িয়ে পড়তে না পারে তার জন্যই এই সিদ্ধান্ত।

গুজরাত, মুম্বই, পাঞ্জাবের বহু ছাত্রছাত্রী এবং কর্মসূত্রে অনেকেই দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে থাকেন। বড়দিন বা ক্রিসমাসের ছুটিতে ওই সমস্ত পড়ুয়া এবং কর্মরতরা অনেকেই দেশে ফিরতে শুরু করেছেন। ডিসেম্বর মাস পড়লে দেশে ফেরার এই সংখ্যাটা আরও বাড়বে। ওই সমস্ত মানুষের মাধ্যমেই ওমিক্রন এদেশে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সে কারণেই ওমিক্রনের হাত থেকে বাঁচতে এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে মুম্বই ও গুজরাত সরকার। করোনা ভাইরাস সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল মুম্বইয়ে। বাদ যায়নি গুজরাতও।

সে কারণেই এই দুই রাজ্য ওমিক্রনকে রুখতে প্রথমেই সক্রিয় হয়ে উঠেছে। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর জানিয়েছেন, তাঁরা কোনওভাবেই ঝুঁকি নিতে রাজি নন। তাই তাঁরা আগে থাকতেই সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছেন। এই নতুন প্রযুক্তির ভাইরাসকে রুখতে ইতিমধ্যেই জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই পথে হেঁটে জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles