🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

বাঙালির অধিকারের স্বার্থে বাংলা পক্ষের সাংগঠনিক সন্মেলন

By Business Desk | Published: August 1, 2021, 9:41 pm
babgla-pakkha
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: বাঙালির অধিকারের স্বার্থে বাংলা পক্ষ বাংলার প্রতিটা জেলায় লড়ছে। ভাটপাড়া, শ্যামনগর, কাঁকিনাড়া, বীজপুর, নৈহাটী, টিটাগর, জগদ্দল সহ পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাঙালি কোনঠাসা হয়ে গিয়েছে। বাঙালি ভয়ে কুঁকড়ে থাকে। চাকরি, বাজার, পুঁজি, এলাকা সব দখল হয়ে গিয়েছে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া বাঙালির হয়ে বাংলা পক্ষর নেতৃত্বে ঘুরে দাঁড়াচ্ছে।

উত্তর চব্বিশ পরগনা শিল্পাঞ্চল সাংগঠনিক জেলার শ্যামনগরে বাংলা পক্ষর সাংগঠনিক কর্মসূচী হল আজ রবিবার। উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়, শিল্পাঞ্চল সাংগঠনিক জেলার পর্যবেক্ষক তথা বাংলা পক্ষর শীর্ষ পরিষদের সদস্য কৌশিক মাইতি, শীর্ষ পরিষদের অন্যতম সদস্য বিখ্যাত চিকিৎসক ডাঃ অরিন্দম বিশ্বাস, শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহমেদ সহ জেলা নেতৃত্ব।

বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নানা সাংগঠনিক কৌশল তৈরি ও সাংগঠনিক বিস্তারের লক্ষেই আজকের এই মিটিং হয়। কৌশিক মাইতি জানান, “আজ আমরা অর্জুন সিং এর বাড়ির সামনেই বাঙালিরা জড়ো হয়েছি। আমরা পাড়ায় পাড়ায় সংগঠন গড়ছি। বাঙালিরা জাগছে। চাকরি, বাজার, পুঁজি, এলাকা প্রতিটা ক্ষেত্রেই বাঙালির অধিকার ফিরয়ে আনবো। বহিরাগত দৌরাত্ম্য আগামীতে কমিয়ে দেওয়া হবে জয় বাংলা ওষুধ দিয়ে।”

অরিন্দম বিশ্বাস বলেন, “আমি ডাক্তার, আমি রাস্তায় নামছি কারণ বাঙালি সর্বত্র বঞ্চিত হচ্ছে।” তাই সমাজের সর্বস্তরের বাঙালিকে তিনি লড়াইয়ে নামার আবেদন জানান।” গর্গ চট্টোপাধ্যায় জানান, “বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। আমাদের ঘিরে বাঙালি স্বপ্ন দেখছে। আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। বাংলা পক্ষর বাঘছাপ পতাকা ঘরে ঘরে ওড়াতে হবে। বাঙালি ছেলেমেয়েদের চাকরি চাই, কাজ চাই, ব্যবসা চাই। আমরা ভোটের লড়াইয়ে নেই।” ইমতিয়াজ আহমেদ শিল্পাঞ্চলের বাঙালিকে সাহস করে এগিয়ে আসতে অনুরোধ করেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles