PM Modi: ওমিক্রন আবহে রাজ্যগুলিতে কেন্দ্রীয় দল পাঠানোর নির্দেশ মোদীর
নিউজ ডেস্ক: ভারতেও ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। আর সে নিয়েই বৃহস্পতিবার সরকারি আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন স্থানে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় কর্মকর্তাদের সকল স্তরে সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
এদিন তিনি আধিকারিকদের আরও নির্দেশ দেন যাতে কেন্দ্রীয় সরকারের তরফে এমন রাজ্যগুলিতে দল পাঠানো হয় যেখানে টিকাকরণের হার কম এবং করোনা সংক্রমণ ক্রমবর্ধমান। সেই রাজ্যের অপর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো উন্নতিতে সহায়তা করার জন্যই কেন্দ্রীয় দল পাঠানোর এই পরিকল্পনা।
বৈঠকে কর্মকর্তারা প্রধানমন্ত্রী মোদীকে নতুন ভ্যারিয়েন্টের জেরে তৈরি হওয়া আশঙ্কাজনক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বিশ্বব্যাপী ওমিক্রনের বাড়াবাড়ি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে জানানো হয়। বিশ্বের যে যে দেশে টিকা প্রদানের হার বেশি থাকা সত্ত্বেও ওমিক্রন ভয়াবহ রূপ নিয়েছে, সেই দেশগুলি সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর সামনে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের পরিপ্রেক্ষিতে আমাদের সতর্ক এবং সাবধান হওয়া উচিত। মহামারীর বিরুদ্ধে লড়াই শেষ হয়নি। কোভিড বিধি মেনে চলা আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এদিন প্রধানমন্ত্রী জেলা স্তরে স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেন বৈঠকে। করোনার নতুন ভ্যারিয়েন্টের চ্যালেঞ্জ মোকাবিলা করতে যাতে দেশের সব জায়গা প্রস্তুত থাকে, সেই লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।
রাজ্যগুলিতে অক্সিজেন-সরবরাহের সরঞ্জাম সঠিকভাবে ইনস্টল করা আছে কিনা এবং সম্পূর্ণরূপে কাজ করছে কিনা তা আধিকারিকদের নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। সেখানকার যোগ্য জনগণকে যাতে কোভিডের বিরুদ্ধে সম্পূর্ণরূপে টিকা দেওয়া হয়।

