🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Mamata Banerjee-Sharad Power Meeting: কংগ্রেসের অস্তিত্বই অস্বীকার করলেন মমতা

By Kolkata24x7 Desk | Published: December 1, 2021, 9:28 pm
Mamata Banerjee-Sharad Power
Ad Slot Below Image (728x90)

News Desk: কংগ্রেস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও এনসিপি নেতা শারদ পাওয়ারের (Sharad Power) মতভেদ আরও একবার প্রকাশ্যে এল। বুধবার (Wednesday) বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে যান।

এই দুই নেতা মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে আলোচনা হয়। আলোচনা শেষে পাওয়ারের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা কি কংগ্রেসকে (congress) নিয়েই বিজেপির বিরুদ্ধে লড়তে চান? ওই প্রশ্নের উত্তরে শারদ পাওয়ার বলেন, তিনি তো কাউকেই বাদ দিয়ে চলার কথা বলছেন না। তিনি বলছেন, যারা বিজেপির বিরুদ্ধে লড়তে চায় তারা যেন সকলেই এক ছাতার তলায় আসে।

পাওয়ারের ওই মন্তব্যের প্রেক্ষিতে মমতাকে প্রশ্ন করা হয়, আপনারা কি ইউপিএর চেয়ারম্যান হিসেবে পাওয়ারকেই দেখতে চাইছেন? এই প্রশ্নের উত্তরে ঝাঁঝাঁলো স্বরে মমতা বলেন, কিসের ইউপিএ? ইউপিএ বলে কিছু আছে নাকি? মমতার এই জবাবে সংবাদমাধ্যম জানতে চায়, কংগ্রেসকে বাদ দিয়ে কি কোনও বিরোধী জোট গড়ে তোলা সম্ভব?

এরপরই মমতা ফের গলা উঁচিয়ে বলেন, যারা বিজেপির বিরুদ্ধে লড়তে চায় তারা সকলেই এক জায়গায় আসবে। কিন্তু যারা বিজেপির বিরুদ্ধে লড়াই না করে ঘরে বসে থাকবে তাদের দিয়ে কি হবে? এদিন পাওয়ার ও মমতার বক্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে তাঁরা কংগ্রেস সম্পর্কে কী মনোভাব নিয়ে চলছেন। এদিন মমতা ও পাওয়ার যখন যৌথ সাংবাদিক সম্মেলন করছেন তখন সেখানে উপস্থিত ছিলেন এনসিপি নেতা তথা রাজ্যের মন্ত্রী নবাব মালিক।

নবাব অবশ্য এদিন স্পষ্টভাবেই জানিয়েছেন, শারদ পাওয়ার কখনও কংগ্রেসকে বাদ দিয়ে চলার পক্ষপাতী নন। তবে এটা ঠিক যে, কংগ্রেস যদি দাদাগিরি করতে চায়, ছড়ি ঘোরাতেই চায় তবে পাওয়ার সেটা কখনওই মানবেন না। এদিন কংগ্রেস সম্পর্কে পাওয়ার ও মমতার মূল্যায়ন অনেকটাই বিপরীত ধর্মী ছিল।

পাওয়ার কংগ্রেস সম্পর্কে অত্যন্ত নম্রভাবে কথা বলেন। অন্যদিকে মমতা কংগ্রেসের বিরুদ্ধে ততটাই ক্ষিপ্তভাবে মন্তব্য করেন। পাওয়ার তাঁর কথা বলার ঢংয়ে বুঝিয়ে দিয়েছেন যে, তিনি কংগ্রেসকে নিয়েই পথ চলতে চান। কংগ্রেসকে বাদ দিয়ে ইউপিএ বা বিরোধী জোট হতে পারে না। অন্যদিকে মমতা বুঝিয়ে দিলেন যে, কংগ্রেসকে বাদ দিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসই বিজেপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে চাইছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles